NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

2 Feb 2015

রিবন বাটন তৈরী করুন ফটোশপ দিয়ে ( how to create ribbon button in photoshop)

photoshop-bangla-tutorial

আপনারা যারা বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করেন , প্রায়ই দেখে থাকেন বিভিন্ন রিবন বাটন । এখন এরকম রিবন বাটন html এবং css দিয়ে বানানো যায় । তবে যারা ফটোশপ ব্যাবহার করে ওয়েব ডিজাইন করেন , তাদের কে তো ফটোশপ / ইলাস্ট্রেটর দিয়েই এই রিবন বাটন গুলো তৈরী করতে হয়, রিবন বাটন গুলো দেখতে কঠিন হলেও ফটোশপ দিয়ে এগুলো বানানো অনেক সহজ । আমি একটি পদ্ধতি দেখিয়েছি ,এর সাথে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তৈরী করে নিতে পারেন আপনার পছন্দের রিবন বাটন , ব্যাবহার করতে পারেন নিজের ওয়েব সাইটে নিজের তৈরী করা বাটন গুলো । তাহলে দেখে নিন ভিডিও টি , ভূল ত্রুটির জন্য আগাম ক্ষমা প্রার্থী।






Photoshop এর আগের টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন । আমি এই সব ভিডিও তে photoshop cs6 ব্যাবহার করেছি । আপনার কাছে না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ক্র্যাক সহকারে আছে তাই টেনশনের কিছু নাই , ক্র্যাক করার সিস্টেম যদি না জানেন তাহলে সমস্যা নাই লিঙ্কে বিস্তারিত বিবরন দেওয়া আছে ।

আগের ভিডিও টিউটরিয়াল গুলো ঃ-

No comments:

Post a Comment

Post Top Ad