দেশের বাজারে আজ টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন জেড ১ উন্মুক্ত করছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। টেলিকম অপারেটর রবির সঙ্গে যৌথভাবে এই স্মার্টফোনটি উদ্বোধন করছে স্যামসাং কর্তৃপক্ষ।টাইজেন হচ্ছে লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর ফোন তৈরি করছে স্যামসাং।
জানুয়ারি মাসে এই সাশ্রয়ী দামের ফোনটি ভারতের বাজারে উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
জেড ১ হচ্ছে টাইজেনচালিত প্রথম স্মার্টফোন। স্যামসাংয়ের দাবি, এই অপারেটিং সিস্টেমে দ্রুত ওয়েব ব্রাউজ করা যায় এবং এর ইউজার ইন্টারফেস খুবই সরল। ফোনটিতে বিশেষ প্রিমিয়াম কনটেন্ট যুক্ত করেছে স্যামসাং।
১০০ মার্কিন ডলারের কম দামের এই স্মার্টফোনটিতে থাকছে ৪৮০ বাই ৮০০পিক্সেল রেজুলেশনের চার ইঞ্চি ডিসপ্লে, পেছনে ৩.২ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা। ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই স্মার্টফোনটিতে র্যাম ৭৬৮এমবি। দুই সিম সুবিধার এই স্মার্টফোনটিতে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধাও থাকছে।
3 Feb 2015
Home
mobile
news update
টাইজেন চালিত স্মার্ট ফোন উন্মুক্ত হল বাংলাদেশের বাজারে (Tizen powered mobile in bangladesh )
টাইজেন চালিত স্মার্ট ফোন উন্মুক্ত হল বাংলাদেশের বাজারে (Tizen powered mobile in bangladesh )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment