NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

27 Jan 2015

Business card তৈরী করুন ফটোশপ দিয়ে


প্রথমে বলে নেওয়া ভাল , বিজনেস কার্ড ডিজাইন করার জন্য ভাল হচ্ছে ইলাস্ট্রেটর এবং আরো কিছু ভাল মানের সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে perfectly বিজনেস কার্ড বা লোগো ডিজাইন করা যায়, যারা এগুলো পারেন না, তারা ইচ্ছে করলে নিজের বিজনেস কার্ড ডিজাইন করে নিতে পারেন ফটোশপ দিয়ে । ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইনের মূল পার্থক্য মনে হয় রেজুলেশনে , মানে ফটোশপ দিয়ে ডিজাইন করার পর বড় এবং ছোট করতে গেলে কিছু সমস্যা হয় , কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করলে সেই সমস্যাটা হয় না। যদিও আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর খুব বেশি জানি না, আমার কাছে যতটুকু মনে হয় ততটুকুই বললাম ।

যাউক, সমস্যা নাই, নিজের প্রয়োজনে যাদের বিজনেস কার্ড লাগবে তারা ডিজাইন করে নিতে পারেন , কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা, আমি শুধু একটি পদ্ধতি দেখাবো, আপনি চাইলে নিজের কিছু ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তৈরী করে নিতে পারেন আপনার বিজনেস কার্ড । তাহলে দেখে নিন নিচের ভিডিও টি , ভূল ত্রুটির জন্য আগাম ক্ষমা প্রার্থী ।






Photoshop এর আগের টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন । আমি এই সব ভিডিও তে photoshop cs6 ব্যাবহার করেছি । আপনার কাছে না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ক্র্যাক সহকারে আছে তাই টেনশনের কিছু নাই , ক্র্যাক করার সিস্টেম যদি না জানেন তাহলে সমস্যা নাই লিঙ্কে বিস্তারিত বিবরন দেওয়া আছে ।

আগের ভিডিও টিউটরিয়াল গুলো ঃ-

No comments:

Post a Comment

Post Top Ad