আমাদে অনেক সময় ছবিতে জলছাপ বা water mark ব্যাবহার করতে হয় । আপনি বিভিন্ন ভাবে জলছাপ দিতে পারেন, কিন্তু আপনি যদি ব্রাশ preset করে রাখেন তাহলে যে কোন সময় ছবিতে জলছাপ দিতে পারেন।(এখানে দেখতে পারেন কিভাবে ব্রাশ টুল ব্যাবহার করে সহজে জলছাপ দিতে হয় ) তবে আপনাকে ছবি একসাথে অনেক গুলো ছবিতে জলছাপ দিতে হয় তাহলে ব্রাশটুল দিতে একটা একটা করে water mark দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। ফটোশপের ছোট একটি ট্রিক্স ব্যাবহার করে আপনি একসাথে যত খুশি ছবিতে watermark দিতে পারেন । কয়েক হাজার ছবি হলেও সমস্যা নাই । নিচের ভিডিও দেখে নিতে পারেন কিভাবে দিবেন ছলছাপ ।
6 Jan 2015
হাজার হাজার ছবিতে water mark দিন খুব সহজে
Tags
# grafics disign
# photoshop
About bdprozukti
শখের বসে ব্লগিং
Labels:
grafics disign,
photoshop
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment