NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

24 Mar 2013

কাপড়ের রং পরিবর্তন করুন photoshop দিয়ে।

Photohop দিয়ে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারেন আপনার গায়ের প্যান্ট শার্ট বা জামা কাপড়। আপনি হয়ত বেড়াতে গিয়েছিলেন কোন জায়গায়, ছবিও তুলেছেন প্রচুর, কিন্তু সব এক কাপড় দিয়ে। সমস্যা নাই, এক কালারের জামা কাপড় কে অন্য কালার করে নিন। photoshop দিয়ে কাপড়ের কালার পরিবর্তন করা খুব সহজ। আসুন তাহলে শুরু করি আমাদের কাজ।
photoshop ওপেন করে নিন। তারপর file--- open-- যে ছবিতে কাজ করবেন সেটা ওপেন করুন। আমি নিচের ছবিটা নিলাম।

এখন pen tool দিয়ে কাপড়ের যে অংশের কালার বদলাবেন সেটা সিলেক্ট করুন। পেন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করবেন না বুজলে এখানে দেখুন । মাঝখানে ভিন্ন কালার অংশ দেখলেই হবে। নিচের ছবি দেখুন আমি সিলেক্ট করেছি

এখন উপরে মেনু বার এ গিয়ে
image ----> adjustment---> hue/Saturation সিলেক্ট করুন।
যে উইন্ডো আসবে সেখানে দেখুন এডিট এ যান, সেখান থেকে master বাদে অন্য যেকোন কালার সিলেক্ট করুন। তারপর উইন্ডো টি এই অবস্থায় রেখে শারট/প্যান্ট /জামার যেকোন জায়গায় ক্লিক করুন। তারপর hue/saturation/lightness কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দের কালার দিন। তারপর ok করুন।

কাজ শেষ। এবার ctrl+ D চেপে ডিসিলেক্ট করুন। তারপর save as পছন্দের formate এ সেভ করুন। সব শেষে দেখুন নিচের মত হয়ছে।

ভাল থাকুন সুস্থ থাকুন। এই কামনা।

No comments:

Post a Comment

Post Top Ad