বর্তমান সময়ে technology কি এটার ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। বেশি কথা না বলে সরাসরি কাজের কথায় আসাই ভাল, ইন্টারনেটে যারা ঘাটাঘাটি করেন তারা হয়ত এই ছবিটার মত ইফেক্ট দেখে থাকবেন, আসলে যে কোন ছবি খুব সহজে এ ধরনের ইফেক্ট তৈরী করা যায়, বিভিন্ন technological terms এ সাধারনত এ ধরনের ইমেজ ব্যাবহার করা হয়ে থাকে । আপনারা চাইলে তৈরী করে করে নিতে পারেন নিজের একটি techno ইফেক্ট । খুব সহজ একটি কাজ , মাত্র এক দুই মিনিটেই তৈরী করে নিতে পারেন এরকম ইফেক্ট । ভূল ত্রুটির জন্য আগাম ক্ষমা প্রার্থী ।
Photoshop এর আগের টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন । আমি এই সব ভিডিও তে photoshop cs6 ব্যাবহার করেছি । আপনার কাছে না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ক্র্যাক সহকারে আছে তাই টেনশনের কিছু নাই , ক্র্যাক করার সিস্টেম যদি না জানেন তাহলে সমস্যা নাই লিঙ্কে বিস্তারিত বিবরন দেওয়া আছে ।
আগের ভিডিও টিউটরিয়াল গুলো ঃ-
- শত শত ছবিকে রিসাইজ করুন মাত্র কয়েকটি ক্লিকে
- হাজার হাজার ছবিকে নির্দিষ্ট মাপে রিসাইজ করুন খুব সহজে
- ব্রাশ টুলের সাহায্যে ছবিতে water mark দিন খুব সহজে
- হাজার হাজার ছবিতে water mark দিন কয়েকটি ক্লিকে
- কাঠে খোদাই করে রাখুন নিজের ছবিকে
- নিজের ছবিতে দিন চমৎকার জালি বা বাস্কেট ইফেক্ট
- ফটোশপে তৈরী করুন চমৎকার লিয়ন ইফেক্টস
- ফটোশপে তৈরী করুন দারুন 3D কার্ড
- Out of bound ছবি তৈরী করুন ফটোশপ দিয়ে
- বিজনেস কার্ড তৈরী করুন ফটোশপ দিয়ে
No comments:
Post a Comment