NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

31 Jan 2015

মাত্র বিশ মিনিটের অভ্যাসে সুস্থ রাখুন নিজেকে


ব্রিটিশ মেডিকেল জার্নাল এর তথ্য মতে একজন পূর্ণ বয়স্ব মানুষের প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যায়াম করা উচিত। কিন্তু ৩৫.৬% মানুষ এই স্বাভাবিক কাজ করেন না । এই সপ্তাহে BMJ ম্যাগাজিনে দুটি আর্টিকেল প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে ১৫০ মিনিটের এই তথ্য অবাস্তব। কারন যারা বয়স্ক মানুষ তাদের জন্য এই সময় ধরে শক্ত কাজ করা সম্ভব নয় ।

তাহলে সুস্থ থাকার সমাধান কি? তাদের মতে প্রতিদিন শক্ত ব্যায়াম না করে , প্রতিদিন মাত্র বিশ মিনিট সময় ব্যায় করেই একজন মানুষ সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারেন।

সারাদিনের বিশ মিনিটের ব্যায়াম কি হবে ঃ

সকালঃতিন মিনিট বিছানায় ব্যায়াম করুন ।

দুপুরঃ কম করে হলেও ৭ মিনিট দ্রুত হাটুন , যদি সম্ভব হয় সিড়ি দিয়ে উপরে উঠা নামা করুন , যতটা সমভব নিজের শরীর কে নাড়াচাড়া করুন ।

সন্ধ্যা ঃ ১০ মিনিট সময় রাখুন কিছু ব্যায়াম করার জন্য

No comments:

Post a Comment

Post Top Ad