NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

16 May 2014

torrent file কি এবং কিভাবে ডাউনলোড করবেন



Torrent file


আমাদের অনেকরই টরেন্ট থেকে কিছু নামাতে গেলে ঝামেলা মনে, অনেকেই আবার এর গতি স্লো বলে দূরে থাকার চেষ্টা করেন। আসলে ভাল ভাবে টরেন্ট ফাইল বাছাই করতে পারলে এত ঝামেলা লাগে না।

অন্য যে সমস্ত যাওয়া থেকে ডাউনলোড করার জন্য সারাদিন নেট ব্রাউজ করে বেড়ান তার চেয়ে কম পরিশ্রমে টরেন্ট থেকে ফাইল নামাতে পারেন খুব সহজে।

টরেন্ট ফাইল সাধারণত ফেক থাকে কম, পরিমান নেই বললেই চলে।
বর্তমানে পাইরেসি সংক্রান্ত কারনে বেশির ভাগ আপ্লোডিং সাইট থেকে ফাইল ডিলিট করে দেয়। যার কারনে সারাদিন ঘুরেও যদি কোণ লিঙ্ক পান দেখবেন ডেড হয়ে পরে আছে। তাই টরেন্ট থাকে ফাইল নামানোর অভ্যেস করুন পরিশ্রম অনেক কমে যাবে, সময় বাচবে।

বর্তমানে ফাইল শেয়ার এর জন্য জনপ্রিয় মাধ্যম হলো টরেন্ট।

যেমন এই সাইট গুলো দেখেন


http://kickass.to/


http://thepiratebay.org/


http://isohunt.com/


http://www.mininova.org/


http://www.torrentreactor.net/


Torrent কি : P2P ফাইল শেয়ার ।


P2P কি : Peer 2 Peer .


Peer কি : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।


Seeds কি: যে আপলোড করে।


Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।


Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।


বুঝতেই পারছেন সবাই টরেন্ট দিয়ে যে ফাইলটা download করবেন সেটা নিজস্ব কোন সার্ভার নেই।
সে ফাইলটা আসছে অন্য কারোর পিসি থেকে !!!! টরেন্ট এর ফাইল অন্য কোন আপলোড সাইটে থাকে না যেমন


মিডিয়া ফেয়ার ইত্যাদি অনেক সময় দেখবেন টরেন্ট ডাউনলোড করার সময় আর ডাউনলোড হয় না মানে সে পিসি
এখন বন্ধ আছে :/ টরেন্ট এর ডাওনলোডের স্পিড আপনার নেটের গতির উপর নির্ভর করে না।

এটা কমতেও
পারে আবার বাড়তেও পারে কারন সবকিছু নির্ভর করে Seeds ও Peers এর উপর এইগুলো যত বেশি পাবেন তত বেশী স্পিড পাবেন ডাওনলোড এর।
Seeds ও Peers রা যদি স্লো গতির নেট ইউজ করে, তাহলেও আপনি আর ডাওনলোড স্পিড বেশী পাবেন না।


কিভাবে ডাউনলোড করবেন ?







টরেন্ট ফাইল ডাউনলোড করতে হলে আপনার একটি ডাউনলোডার লাগবে, আমি সাধারণত উইটরেন্ট ব্যাবহার করি, নামিয়ে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে।



http://www.utorrent.com/



অথবা bittorrent ও ব্যাবহার করতে পারন। গুগল মামায় সার্চ দিলেই পেয়ে যাবেন।



ডাউনলোড করার পর ইন্সটল করুন স্বাভাবিক নিয়মে।



তারপর যেখান থেকে ডাউনলোড করতে চান সেই সাইটে যান ।
সেখান থেকে আপনার পছন্দের ফাইলের টরেন্ট ফাইলে ক্লিক করুন নতুন উইন্ডোতে স্বাভাবিক ভাবে দুটি অপশন পাবেন।


open with utorrent


or

save file


আপনি যেকোন টি পছন্দ করতে পারেন। উই টরেন্ট দিলে ডাউনলোড শুরু হবে, আর সেভ করলে নতুন করে utorrent কে ফাইল টি দেখিয়ে দিতে হবে।



No comments:

Post a Comment

Post Top Ad