NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

19 May 2014

windows 8.1 এর সমস্যা এবং সমাধান, সাথে থাকছে activator আর ডাউনলোড লিঙ্ক


Windows 8,8.1 এর activator এবং কিছু সমস্যা এবং সমাধান



উইন্ডোজ ৮ এবং ৮.১ নিয়ে নতুন করে কিছু বলার নেই, মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম সম্পর্কে কম বেশি সবাই জানি। গত বছর মাইক্রোসফট তাদের উইন্ডোজ এর নকশায় বড় ধরনের পরিবরতন করে উইন্ডোজ ৮ রিলিজ করে, এই নকশায় স্টার্ট বাটন থেকে শুরু করে ডট নেট ৩.৫ সহ আর অনেক কিছু বাদ দিয়ে দেয়া হয়, এবং সিকিউরিটি তে আনা হয় অনেক পরিবর্তন। স্টার্ট বাটন/মেন্যু আর ডট নেট ৩.৫ না থাকায়, ইন্টারফেস পরিবর্তনের কারনে কিছুটা জটিল অবকাঠামোর জন্য শুরুতে ইউজারদের কঠোর সমালোচনার মুখে পরতে হয় মাইক্রোসফট কে। তবে উইন্ডোজ ৮ এর শক্তিশালী সিকিউরিটি আর দুর্দান্ত পারফর্মেন্স এর কাছে সেসব সমালোচনা চাপা পরে যায়। জনপ্রিয় হয়ে ওঠে উইন্ডোজ ৮।এবছরের ১৭ অক্টোবর মাইক্রসফট উইন্ডোজ ৮ এর নতুন সংস্করণ৮.১ রিলিজ করে। নতুন ফিচারস,ইজি বুটিং, উন্নত সিকিউরিটি আর দ্রুত প্রসেসিং এর জন্য উইন্ডোজ ৮.১ বর্তমানে সবারই প্রিয়।



windows ৮/৮.১ এর আরও অনেক সুবিধা আছে যেগুলো আগের অপারেটিং সিস্টেম গুলোতে নাই। আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে এর ডিফল্ট এপ্স গুলো, অনেকের কাছে এটাকে ঝামেলা মনে হতে পারে। স্বাভাবিক , একেক জনের চয়েস একেক রকম হবে এটাই ভাল ।


এত ভাল গুনাবলি থাকার পরও এই নতুন অপারেটিং সিস্টেম নিয়ে ঝামেলায় পরেন নি, এমন ইউজার খুব কম আছেন। আর এ সমস্ত সমস্যার সমাধান করতে না পেরে অনেকেই চলে গেছেন আগের পুরোনো উইন্ডোজে ।


সমস্যা এবং সমাধানে যাওয়ার আগে বলে নেওয়া ভাল যে, উইন্ডোজের আগের ভার্সন গুলো যে কার্নেল উপর ভিত্তি করে করে নির্মাণ করা হয়েছিল, উইন্ডোজ ৮/৮.১ সম্পূর্ণ ভিন্ন কার্নেল ব্যাবহার করে নির্মাণ করা হয়েছে। তাই আপনাকে কিছুটা পরিবর্তন মানসিকতা নিয়ে এগুতে হবে।


সমস্যা নাম্বার একঃ windows activation:

সমাধানঃ
  1. উইন্ডোজ ৮ প্রো পার্মানেন্ট একটিভেটর (২এমবি)ঃ
  2. উইন্ডোজ ৮.১ kmspico Activation for 180 days (১৬ এমবি): http://kickass.to/kmspico-v9-0-5-20131111-activator-for-windows-and-office-full-t8165671.html লিঙ্ক কপি করে এড্রেস বারে পেস্ট করুন । টরেন্ট ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় না জানলে এখান থেকে দেখে নিতে পারেন



সমস্যা ২ঃ গ্রাফিক্স বা অডিও ড্রাইভার সেটআপ না নেওয়া

উইন্ডোজ ৮/ ৮.১ এ আরেকটি বড় সমস্যা হল গ্রাফিক্স বা অডিও ড্রাইভার সেটআপ না নেয়া। এর প্রধানকারন হচ্ছে ড্রাইভার সেটআপ নেয়ার সময় এটি অপারেটিং সিস্টেমের ভার্শন চেক করে। ডিফল্টভাবে দেয়া OS লিস্ট ছাড়া অন্য OS গুলোতে সেটআপ Abort করে দেয়। আপনার যে ড্রাইভার গুলোউইন্ডোজ ৭/এক্সপি সাপোর্ট করে আপনি কিন্তু সেগুলোই উইন্ডোজ ৮/ ৮.১ এ ইন্সটল করতে পারবেন।


সমাধানঃ

১-আপনার গ্রাফিক্স ড্রাইভার সেটআপ ফোল্ডার ওপেন করুন (৩২ বিট ওএস এর জন্যে ৩২ বিট ফোল্ডারএবং ৬৪ বিট ওএস এর জন্যে ৬৪ বিট ফোল্ডার এ যাবেন)


২-সেটআপ ফাইলের উপর রাইট ক্লিক করুন এবং Properties এ যান


৩-ডায়ালগ বক্স আসলে Compatibility সিলেক্ট করুন


৪-মার্ক করুন “Run this program compatible mode for”


৫-আপনার ড্রাইভার যে ওএস টি সাপোর্ট করে সেটি সিলেক্ট করুন


৬-ওকে করুন এরপর সেটআপ রান করুন। আশা করি আপনার ড্রাইভার সেটআপ হবে।





সমস্যা ৩- .Net 3.5 install


উইন্ডোজ ৮ এ যেহেতু .Net 3.5 ডিফল্ট ভাবে দেয়া থাকে না তাই এটা এনাবল করতে কিছুটা সমস্যা পোহাতে হয়। আমি আপনাদের অফলাইন এবং অনলাইন ২ ভাবেই ইন্সটল করা পদ্ধতি দেখাব।



অফলাইন ইন্সটলঃ (শুধুমাত্র ৩২ বিট ব্যাবহারকারিদের জন্য)


১-এই ফাইল টি ডাউনলোড করুন (১০৩ কেবি) https://app.box.com/s/f1fo72j3tfgghsw4mbfa


২-উইন্ডোজ ৮ এর ডিভিডি/ইউএসবি প্রবেশ করান।


৩-ফাইল টি Run As Administrator মোডে ওপেন করুন


৪-আপনার DVD/USB এর লোকেশন সিলেক্ট করুন এবং প্রসেস সম্পন্ন হউয়া পর্যন্ত অপেক্ষা করুন।





অনলাইন ইন্সটলঃ (৩২/৬৪ বিট উভয় ব্যাবহারকারির জন্য) ৬৪ বিট এ অফলাইন ইন্সটল হতে চায় না, তাই.Net 3.5 এনাবল করতে উইন্ডোজ থেকে আপডেট করাই শ্রেয়। সর্বোচ্চ ১০০ এমবি।



১-মাই কম্পিউটার এর উপর রাইট ক্লিক করে Properties ক্লিক করুন


২-Windows Update > Change Settings


৩-সিলেক্ট “Check for Updates but let me choose whether to download and installthem” এবং ওকে সিলেক্ট করুন


৪-এরপর Control Panel ওপেন করুন > Programs > Add windows features on or off


৫-মার্ক করুন .Net 3.5 (including 2.0 and 3.0) এবং ওকে সিলেক্ট করুন


৬-নোটিফিকেশন দেখালে Download from windows update সিলেক্ট করুন এবং সম্পুরন ডাউনলোডহলে পিসি রিস্টার্ট করুন।


৭-এখন ইচ্ছে করলে আগের উইন্ডোজ আপডেট সেটিংস টি সিলেক্ট করতে পারেন।




সমস্যা ৪- start menu

অনেকেই windows 7 এর start menu ব্যাবহার করতে খুব পছন্দ করেন। আবার উইন্ডোজ ৮/৮.১ এ স্টার্ট মেনু না থাকায় সমস্যা মনে করেন। তারা Startdock Start 8 নামের এই ছোট্ট সফট দিয়ে উইন্ডোজ ৭ এর স্টার্ট মেন্যু ফিরিয়ে আনতে পারবেন।
প্রিক্র্যাকড ভার্শন, শুধু ইন্সটল করুন আর কাজ শেষ।

Download -- Here


সমস্যা ৫- উইন্ডোজ স্টোর আপডেট এবং গেমস আপডেট বন্ধ করা

উইন্ডোজ ৮/৮.১ ইন্সটল করার সাথে হাজারো অ্যাপস ইন্সটল হয়, যেগুলো পরে আপনার অজান্তেই মনের সুখেআপনার এমবি ইউজ করতে থাকে। লিমিটেড নেট ইউজার হলে তো ২ দিনেই আপনার এমবি সব শেষ। দেখেনিন কিভাবে অফ করবেন এই আপডেট গুলো।



১-Run কমান্ড ওপেন করুন এবং লিখুন gpedit.msc


২-User Configuaration মেন্যু থেকে সিলেক্ট করুন Administrative templates


৩-ডান পাশের অপশন থেকে সিলেক্ট করুন Windows Components


৪-ওপেন করুন Store > Double Click korun “Turn off the offer to latest versionof Windows” > select enable > ok


৫-আবার সিলেক্ট করুন “turn off the store application” > click enable > ok


৬-আবার Windows Components অপশন থেকে Games Exlorer select করুন এবং আগের মতই সব আপডেট করার অপশন এনাবল করে ওকে করে বেরিয়ে আশুন।





যারা নতুন ভাবে ডাউনলোড করতে চান তাদের জন্য কিছু আই এস ও ইমেজ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম



উইন্ডোজ ৮.১ প্রো VL ৬৪ বিটঃ http://www.multiupload.nl/MKGWK43KKP


উইন্ডোজ ৮.১ প্রো VL ৬৪ বিটঃ http://goo.gl/oZImw6


উইন্ডোজ ৮.১ প্রো VL ৩২ বিটঃ http://goo.gl/lz8XvE


উইন্ডোজ ৮.১ এন্টারপ্রাইজ ৩২ বিট: http://goo.gl/RuhpcB


উইন্ডোজ ৮.১ এন্টারপ্রাইজ ৬৪ বিট: http://goo.gl/ftVAyc


উইন্ডোজ ৮.১ আপডেট ১ ৬৪ বিট (multi edition) ঃ http://goo.gl/2q8sTk


উইন্ডোজ ৮.১ আপডেট ১ ৩২ বিট (multi edition) ঃ http://goo.gl/tcX6G4



No comments:

Post a Comment

Post Top Ad