NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

15 May 2014

windows এর লগ অন স্কিন পরিবর্তন করে নিন

পরিবর্তন করুন windows এর লগ অন স্কিন

বর্তমানে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে ইউজারদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উইন্ডোজ ৭। সহজবোধগম্য, সুন্দর ইন্টারফেস, দ্রুততা আর অ্যাপ্লিকেশনের সহজলভ্যতার

জন্য এর জনপ্রিয়তা এখনও আকাশ ছোঁয়া। তবে এক জিনিস প্রতিদিন দেখতে দেখতে অনেক সময় বিরক্তি চলে আসতে, স্বাভাবিক। আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন আপনার স্বাদের উইন্ডোজ সেভেন

এর লগিন স্কিন। তাহলে আসুক দেখি কিভাবে এটা করা যায়।

নিচের পদ্ধতি গুলো ধাপে ধাপে অনুসরন করুন

  1. ক্লিক Start > সার্চ অপশনে লিখুন regedit > regedit শো করলে এনটার চাপুন।
  2. HKEY_LOCAL_MACHINE এর উপর রাইট ক্লিক করুন এরপর সিলেক্ট করুন Find
  3. সার্চ বক্স ওপেন হলে লিখুন OEMBackground > এরপর ক্লিক করুন Find
  4. OEMBackground খুজে পেলে ওটার উপর ডাবল ক্লিক করুন, এবং এর ভ্যালু 0 থেকে 1 করে অকে দিন।
  5. OEMbackground খুজে না পেলে HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion > Authentication

    > LogonUI > Background এর উপর রাইট ক্লিক করে New > DWORD (32 bit) add করুন > নাম লিখুন OEMbackground > এরপর ওটার ভ্যালু ০ থেকে ১ করে দিন। ৪ নাম্বার

    স্টেপে যা করতে বলা হয়েছে।
  6. regedit ক্লোজ করে দিন, এরপর ওপেন করুন My Computer > Local Disk C > Windows > system32 > oobe ফোল্ডার ওপেন করুন।
  7. oobe ফোল্ডারের ভিতর info নামে নতুন একটি ফোল্ডার তৈরি করুন।
  8. info ফোল্ডার ওপেন করে আরেকটি ফোল্ডার তৈরি করুন backgrounds নামে
  9. এরপর এই ফোল্ডারের ভিতর আপনার পছন্দের ইমেজ টি কপি করে পেস্ট করুন। ইমেজটির নাম backgroundDefault নামে রিনেম করুন। তবে ইমেজটি যেন অবশ্যই .jpg

    ফরমেটে হয় এবং ইমেজ সাইজ যেন ২৪৫ কেবি এর বেশি না হয়।
  10. এরপর আপনার পিসি রিস্টার্ট, লগ অফ, লক, অথবা শাট ডাউন করুন। দেখবেন লগিন স্ক্রিন পরিবর্তন হয়ে গেছে।
ধন্যবাদ , ভাল থাকবেন।



No comments:

Post a Comment

Post Top Ad