You tube থেকে যাদের ভিডিও ডাউনলোড করতে সমস্যা হয় তারা এই পদ্ধতি অনুসরন করতে পারেন। বিভিন্ন ডাউনলোডিং সফটওয়্যার দিয়ে সহজেই ভিডিও ডাউনলোড করা যায়। তবে যাদের কাছ ডাউনলোডিং সফটওয়্যার ঝামেলা মনে হয় তারা খুব সহজে ডাউনলোড করতে পারেন ইউটিউব ভিডিও কোন সফটওয়্যার ছাড়াই।
বেশি কথা না বলে আসুন দেখে নেই কিভাবে কি করবেন।
প্রথমে যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেটা ওপেন করুন, এড্রেস বার এ দেখুন প্রথমে www তার পর ডট এবং তারপর ইউটিউব লেখা আছে, এবং এই(/) চিহ্নের পর ভিডিওর এড্রেস আছে --- এরকম-- www.youtube/dfdgjkljkadjf .
এখন ডাউনলোড করতে চাইলে www. এর পরে youtube এর আগে ডাবল ss দিয়ে এন্টার করুন । নিচের চিত্র দেখুন।
এন্টার করার পর অপেক্ষা করুন। কতক্ষন সময় লাগবে সেটা আপনার নেটের স্পিড এর উপর নির্ভর করবে। এরপর নিচের চিত্রের মত উইন্ডো আসবে ।
সেখান থেকে যে ফরমেটে ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করুন। ব্যাস কাজ শেষ , শুরু হয়ে যাবে আপনার ডাউনলোড।
মোবাইল থেকে ডাউনলোড করতে চাইলে একি পদ্ধতি । এক্ষেত্রে শুধু m. এর পরে ss যোগ করতে হবে
No comments:
Post a Comment