Bangla speech to text
কী বোর্ড আর লিখতে মন চায় না ? তাহলে নিয়ে নিন মজার একটি ছোট সফটওয়্যার । বাংলা বলুন , সাথে সাথে বাংলায় লিখে দিবে আপনার কম্পিউটার।
কলকাতার বাংলা-টেক মিডিয়া এবার তৈরি করল Bangla Speech to Text সফটওয়্যার । ইংলিশ ভাষার জন্য এমন অনেক সফটওয়্যার থাকলেও বাংলার ভাষার জন্য এর আগে এমন কোন সফটওয়্যার ছিল না। এই সফটওয়্যারটি ২ ধাপে কাজ করে। প্রথমে এটি আপনার কথাকে ইংলিশ ফনেটিক ফর্ম এ নিয়ে আসে। এরপর সেই ফনেটিক ফর্ম থেকে বাংলা লেখায় রূপান্তর করে।
How to use bangla speech to text:
- প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর রান করান bangla speech to text. ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নিন, তাহলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফাইল।
- এখন আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে । আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশান করুন।
- এরপর আপনার ইমেইল অ্যাড্রেস এ ২৪ ঘণ্টার মধ্যে ১টি লাইসেন্স কী আসবে। ধৈর্য ধরুন, মেইল আসতে সময় লাগতে পারে। আমার টা আসতে প্রায় ৮ ঘন্টা লেগেছিল । আবার আমার এক বন্ধুর আসছে ৩০ মিনিট পরে ।
- লাইসেন্স কী পাওয়ার পর সফটওয়্যারটির নিচের দিকে লাইসেন্স কী প্রবেশ করান এবং ACTIVATE বাটনটি চাপুন। ( নাম এবং ইমেইল অ্যাড্রেসও উপরে লিখতে হবে যা দিয়ে রেজিস্ট্রেশান করেছিলেন। এই পর্যন্তই ঝামেলার কাজ শেষ।
- এবার আপনি START নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটন এ ক্লিক করে মাইক্রোফোনে বাংলায় কিছু বলে STOP বাটন এ ক্লিক করুন। এবার PROCESS বাটন এ ক্লিক করুন।
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা --
No comments:
Post a Comment