NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

14 Nov 2013

facebook photo verication সমস্যার সমাধান নিন

facebook photo verification problem solved

ফেসবুকে ফটো ভেরিফিকেশন সমস্যায় যারা পরেছেন, তারা যানেন এটা কত ঝামেলার কাজ। বেশির ভাগ আই ডি আর কেউ ফেরত পায় না। তবে একটু সময় নিয়ে চেষ্ঠা করে হয়ত ফিরে পেতে পারেন আপনার প্রিয় ফেসবুক আই ডি। আসুন দেখি কিভাবে করবেন এই কাজ।

আজকে একটা দারুণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার ID কে ফিরিয়ে দিবেই ।
এটি এমন একটা পদ্ধতি যার মাধ্যেমে আইডি ঠিক হবেই।যদিও এটি অনেক ঝামেলাপূর্ণ এবং সময় সাপেক্ষ ব্যাপার।
একটু ঝামেলা করে যদি একটা প্রিয় আইডি ঠিক করা যায় তবে তাতে ক্ষতি কি?

যাই হোক এবার কাজের কথায় আসি। facebook photo varification করতে প্রয়োজনীয়ঃ

  1. আপনার মোবাইল।
  2. একটি সাদা খাতা।
  3. একটি কলম।

কার্যপদ্ধতিঃ

ক্যাপচা এন্ট্রি তে যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন এবং খুব মনযোগ দিয়ে দেখুন যাতে পরবর্তীতে আসলে চিনতে পারেন।ধরুন ধানের ক্ষেতে একটি কাকতাড়ুয়ার একটি ছবি এসেছে।আপনি খাতায় লিখুন""ধানের মাঠে কাকতাড়ুয়া""। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন।

এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো খাতায় লিখে রাখুন। একবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করার পর কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। এবং উপরে উল্লেখিত নিয়মে খাতায় সব লিখে রাখুন।

এভাবে চেষ্টা করতে থাকলে দেখবেন যে ফেসবুক আবার সেই পূর্বের ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের দেয়া লোকের নাম এবং খাতায় লেখা লোকের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন যে, একটা অথবা দুইটা নাম খাতা এবং ফেসবুকের সাথে মিল আছে। খাতায় লেখা বাকী নামগুলোতে অন্য লোকের নাম আসছে। এখানেই আপনি ধরতে পারবেন আসল লোকটাকে।

বিঃ দ্রঃ এটা ফেবু থেকে নেয়া।যিনি এটা বের করেছেন তর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আর আমি নিজে পরিক্ষা করে দেখিনি । তবে এর আগে যাদের এই ভাবে করতে বলেছিলাম তাদের নাকি কাজ হয়েছে , তাই ব্লগে দিলাম।

No comments:

Post a Comment

Post Top Ad