NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

21 Apr 2013

জানার কোন শেষ নেই, আপনি জানেন কত টুকু ?

আসলে দুনিয়াটা বড় আজব এক স্থান। এখানে যত জানবেন ততই অবাক হবেন। হবেন বিস্মিত। আপনারা হয়ত অনেক কিছুই জানের তাহলে দেখুন নিচের দেওয়া তথ্যগুলোর মধ্যে আপনি কত টুকু জানেন। তাহলে চলুন শুরু হোক।

►নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে
থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।

►আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।

►সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়।
►নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা
হয়ে থাকে।

►আপনি কি জানেন, টমেটো আসলে এক প্রকার সবজি, কোন ফল নয়।

►আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০
বছর আগে।

►পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।

►শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার
করতে পারে।

►কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।

►বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে
১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।
►জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।
►বৃদ্ধি ও পরিস্ফুরনের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০মিলিয়ন নতুন কোষ উৎপন্ন হয়।

►পেশি কোশ ও স্নায়ু কোশ বিভাজিত হয় না।

►E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।

►একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।
►মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান

►বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায় ৬তলা বাড়ির সমান উঁচু।

►প্রতি সেঃ প্রায় ২লক্ষ লোহিত রক্ত কনিকার মৃত্যু হচ্ছে।

►হাড়ের মধ্যে ৭৫% জল।

►প্রতিদিন প্রায় ৪০০ গ্যালন রক্ত কিডনির মাধ্যমে পরিস্রুত হয়।

►স্নায়ুস্পন্দনের গতিবেগ ৫০০মিটার/সেঃ।

►শ্বাস ত্যাগের পরেও ফুসফুসে ০.৫লিটার বায়ু থেকে যায়।

►সবথেকে লম্বা ঘাস হল বাঁশ।

আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরও সংগ্রহে করে দিব আশা করি। ভাল থাকুন, এই কামনা ।

No comments:

Post a Comment

Post Top Ad