NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

21 Apr 2013

ধর্ষণ প্রতিরোধে অন্তর্বাস!

ধর্ষণ প্রতিরোধে অন্তর্বাস! শুনতে অদ্ভূত হলেও ধর্ষণ প্রতিরোধে তাই আবিষ্কার করেছেন ভারতের প্রকৌশলীরা। খবর টাইমস অব ইন্ডিয়া

টাইমস অব ইন্ডিয়াকে এই ধর্ষণ প্রতিরোধী অন্তর্বাসের একজন উদ্ভাবক মানিষা মোহান জানান, এই অন্তর্বাসের বিশেষ গুণ হচ্ছে এটি আক্রমণকারীকে তিন হাজার ৮০০ কিলোভোল্টের শক দিতে সক্ষম। শুধু তাই নয় আক্রান্ত হলে জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সাহায্যের জন্য পুলিশের ‘সার্বক্ষণিক হেল্প নাম্বারে’ মেসেজও চলে যাবে।

প্রকৌশলবিদ্যায় অধ্যয়নরত তিনজন শিক্ষার্থীদের সম্প্রতি এই বিশেষ অন্তর্বাস আবিষ্কার করেন।

বিস্তারিত খবরে জানা যায়, কোন মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হলে প্রেসার সেন্সর চালু থাকা অবস্থায় প্রথমে ধর্ষণকারী একটি শক খাবে। তারপর জিপিএস এবং জিএসএম মডিউলের মাধ্যমে পুলিশের সাহায্যের জন্য ইমার্জেন্সি নাম্বারে এসএমএস চলে যাবে।

আক্রমণকারীরা সাধারণত প্রথমে নারীদেহের যে অঙ্গে আঘাত করে সেখানেই রাখা হয়েছে শক সার্কিট বোর্ডটি। ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘টেক ইন্ডিয়ায়’ এই বিশেষ ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন কিছু জানতে পারলেন কি? এরকম নতুন অনেক বিষয় জানাতে চাই আমি...ওয়াল্ড- ওয়াইড. সাথে থাকবেন তো????
সুত্র: অনলাইন

2 comments:

  1. মোরে কেউ মাইরালা !!!! আর কত কি আবিষ্কার করব ?

    ReplyDelete

Post Top Ad