বর্তমান ই-কমার্স বিশ্বে আউটসোর্সিং এ সফলতার কথা বলে শেষ করা যাবে না। আমাদের দেশ-ও এর থেকে কোন অংশে পিছিয়ে নেই। এ পর্যন্ত যত গুলো ফ্রিলান্স সাইট আছে কোন না কোনটাতে বাংলাদেশীদের সফলতা আছেই, তা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে ওডেস্ক, ফ্রিলান্সার, রেন্টএকোডার, স্ক্রিপ্টলান্স উল্লেখযোগ্য। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় কয়েক হাজার কাজ রয়েছে এই সাইট গুলোতে। আমরা যারা কাজ করছি এই সাইগুলোতে এবং মোটামুটি সফল তারাতো সামনের দিনে আরো সফল হবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের লক্ষ থাকা উচিত নতুনদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া। চেষ্ঠা থাকলে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। ডাউনলোড বাংলা পি ডি এফ বই ডাউনলোড লিঙ্ক এ গিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, তারপর জেনারেট ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন, এর ডাউনলোড ফাইল এ ক্লিক করে ডাউনলোড করুন।
6 Apr 2013
freelancer বাংলা পি ডি এফ গাইড
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment