NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

6 Apr 2013

টমেটো ধরল আলু গাছে !!

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল প্রধানীয়া বাড়িতে আলু গাছে টমেটো ধরেছে। ঘটনাটি এলাকায় মানুষের মধ্যে বেশ কৌতুহলের জন্ম দিয়েছে।

জেলার কচুয়ার মো. শহীদ উল্যাহ নিজের তারছাড়া বাড়ির ৮ গন্ডা জমিতে আলুর চাষ করেন। আলু উঠানোর সময় হলে, গাছ টেনে তাতে ফুল এসেছে এবং বড় বড় একটা ফল দেখতে পান।

পরে ভালো করে দেখার পর আশপাশের লোকজনকে ডাকেন। পার্শ্ববর্তী পালাখাল স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের দেখান। ধীরে ধীরে ব্যাপারটি জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে।

শহীদ উল্যাহ জানান, যেসব আলু গাছে টমেটো ধরেছে, সেসব আলু গাছ মরেনি, তাজা রয়েছে। টমেটো ছিড়ে খেয়ে দেখলেন তা খুবই টক।

তিনি আলু গাছ উঠিয়ে ধান চাষ করবেন বলে আলু গাছগুলো ফ্রিজে সংরক্ষণ করেছেন মানুষকে দেখানোর জন্যে।

1 comment:

  1. যুবায়ের আল মামুন6 April 2013 at 15:08

    আজব দুনিয়ায় কত কিছুই যে দেখতে হবে তা আল্লাহ ভাল জানে

    ReplyDelete

Post Top Ad