প্রথমেই বলে নেই , একদিনে সি প্রগ্রামিং শেষ করা সম্ভব নয় । তাছাড়া
আমি এখনো শিখছি । আমি যা শিখছি বা শিখব সেটাই ধারাবাহিক
বাকি টা সৃষ্টি কর্তার ইচ্ছা । ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
প্রতিদিন পোষ্ট এর আপডেট পেতে নিয়মিত
ব্লগে একবার দৃষ্টি দিতে পারেন। আর এই সি প্রোগ্রামিং এর আপডেট চেষ্টা করব
আমাদের ফেসবুক পেজ এর মাধ্যমে জানাতে । লাইক দিয়ে সাথে থাকবেন আসা করি
ভুমিকা
C হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা , এটি ১৯৭২ সালে AT & T’s Bell Laboratories of USA তৈরী করে ।Dennis Ritchie নামের এক ব্যাক্তি এই প্রোগ্রাম এর ডিজাইন করেন এবং লিখেন ।
C হল নির্ভরযোগ্য, সহজ এবং সহজ ব্যবহার করা যায় এমন প্রোগ্রাম ।
সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুএজের মূল বলা হয় সি ল্যাঙ্গুয়েজ কে । আপনি যদি জাভা,
সি++ শিখতে চান তাহলে সি জানা দরকার। সি ব্যাতিত অন্য প্রোগ্রামিং শিখাটা
অনেক কঠিন কাজ হয়ে যায়। বেশির জনপ্রিয় অপারেটিং সিস্টেম এর বিভিন্ন গুরুত্ব
পূর্ণ কম্পোনেন্ট এই সি ল্যাঙ্গুয়েজ এ করা । আর একটি কথা বললে মনে হয় ভুল হবে না (Nothing beats C in terms of speed of execution. )
আসুন তাহলে শুরু করি সি প্রোগ্রামিং । তবে শুরু করার আগে দেখে নেই , সি প্রোগ্রাম এর ক্যারেক্টার সেট ।
যে কোন বর্ণমালা, অঙ্ক বা বিশেষ চিহ্ন হিসেবে ব্যাবহার হতে পারে ।
নিচে টেবিল আকারে valid alphabets, digits and symbols দেখান হল যেগুলো allowed in C.
Alphabets: (বর্ণ মালা )
A, B, C, D, … ,X, Y, Z
a, b, c, d, … ,x, y, z
Digits : (অঙ্ক)
A, B, C, D, … ,X, Y, Z
a, b, c, d, … ,x, y, z
Digits : (অঙ্ক)
0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Special Symbols : (বিশেষ নকশা)
~ ‘ ! @ # % ^ & * ( ) _ - + = | \ { }
[ ] : ; " ' < > , . ? /
নিচের গুলো খেয়াল করুন, এগুলো হচ্ছে মূল বা বেসিক ডাটা টাইপ:
Special Symbols : (বিশেষ নকশা)
~ ‘ ! @ # % ^ & * ( ) _ - + = | \ { }
[ ] : ; " ' < > , . ? /
নিচের গুলো খেয়াল করুন, এগুলো হচ্ছে মূল বা বেসিক ডাটা টাইপ:
1) Numeric data type: (সংখ্যা মূলক)deals with numeric data such as integer or float data type
2) Non-numeric data type:( অ সাংখ্যিক )deals with non numeric data such as characters.
3) Integer data type:( পূর্ণসংখ্যা )deals with integer or whole number
4) Real data type: deals with numeric data that includes fractions
5) Enumerated data type:( গাণিতিক )These data types are defined by the user.
আজ এ পর্যন্তই । কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না ।
কমেন্ট করতে নিচে দেখুন, কমেন্ট এজ এর পাশে সিলেক্ট প্রফাইল আছে সেখান থেকে আপনার
আই ডি সিলেক্ট করে কমেন্ট করুন। কোন আই ডি না থাকলে , এনিমিয়াস একটা অপশন আছে
সেটা সিলেক্ট করে কমেন্ট করতে পারেন । ভাল থাকবেন ।
carry on please
ReplyDelete