NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

4 Oct 2012

keyboard locker

কম্পিউটার তো অনেক লক করলাম পাসওয়ার্ড দিয়ে, এবার আসুন কী বোর্ড আর মাউস কে লক করে রাখি। এ দুটো লক করা থাকলে পিসি লক করার দরকার পরবে বলে মনে হয় না। অনেক সময় দেখা যায় কয়েক মিনিটের জন্য বাইরে গেলে পিসি বন্ধ করে দিতে হয়, না হলে বাসার ছোট বাচ্চারা ইচ্ছা মত পিসির কী বোর্ড আর মাউস নিয়ে খেলা শুরু করে। আবার অনেক সময় দেখা যায় আপনি চাচ্ছেন না কেঊ আপনার পিসি তে বসুক, এক্ষেত্রে সহজ সমাধান হতে পারে মাত্র ৫৯ কেবি সাইজের এই পিচ্চি সফটওয়্যার টি। এর মাধ্যমে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন আপনার কী বোর্ড আর মাউস।

পিসি অন থাকবে কিন্তু মাউস আর কী বোর্ড কাজ করবে না, আপনার অনুমতি ছাড়া। :P

প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে জীপ ফাইল টা আন জীপ করে নিন, উইনরার অথবা 7zip দিয়ে।

--> এখন keyboard lock টাকে রান করান। তাহলে দুটি অপশন পাবেন ।
১.lock password--এটির ডিফল্ট হিসেবে দেওয়া আছে cake. আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন।
2. Unlock password-- এটির ডিফল্ট দেওয়া আছে dart আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন।

এখন আপনি যদি আপনার কী বোর্ড লক করতে চান তাহলে Start বাটনে ক্লিক করুন, তারপর মিনিমাইজ করে দিন।
আপনি যদি লক করতে চান তাহলে কী বোর্ড এ শুধু cake চাপুন/ অথবা আপনি যদি অন্য কোন পাসওয়ার্ড ব্যাবহার করেন সেটা চাপুন। দেখবেন আপনার কী বোর্ড অচল হয়ে গেছে। আর মাউস পয়েন্টার কে নাড়াতে পারবেন কিন্তু কোন ক্লিক কাজ করবে না।

---> এখন আবার আগের অবস্থায় যেতে চাইলে কী বোর্ড থেকে unlock password চাপুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে ।

তবে মনের ভুলেও password ভূলে যাবেন না। তাহলে প্রচুর সমস্যা হতে পারে। আর পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে সেটা আমি জানিনা। যাই করবেন নিজ দায়িত্বে করুন। ভাল থাকুন এই কামনা।


No comments:

Post a Comment

Post Top Ad