Odesk কি, কিভাবে কি করতে হয় অর্থাৎ যারা একদম নতুন তারা। এই লেখা
টি পড়ে আসতে পারেন ।
কিভাবে ওডেস্কে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সম্পাদন করবেন, সে বিষয়ে নিচে ধারা বাহিক বর্ণনা দেখুন। প্রথমে http://www.odesk.com এ যান।এখানে Create Account এ ক্লিক করুন।
এখান খেকে দুই নাম্বার অপশনে ক্লিক করুন।\
এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে Continue বাটনে ক্লিক করবেন ( বি:দ্র: আমার অনুরোধ যাদের ভোটার আইডি কার্ড নাই অর্থাৎ যাদের বয়স ১৮+ না তারা এখানে এ্যাকাউন্ট না খোলাই উত্তম কারন ওডেস্ক সম্প্রতি ভেরিফাই সিস্টেম চালু করেছে যাতে সরকারী আইডি কার্ড লাগতে পারে )।
এখান থেকে Fill out Contact Information এ ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্য দিয়ে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
এখান থেকে Complete your oDesk Profile এ ক্লিক করুন।
এখানে থেকে আপনি যেগুলো বিষয়ে পারদর্শী, কেবল সেগুলোতে টিক চিহ্ন দিন ( বি:দ্র: ১০ টির বেশি টিক দিবেন না )।
এখানে Primary Role এ
আপনি Consultant / Data Entry Professional / Website / Graphics
Designer অথবা আপনার পছন্দের পদবী দিন।
Hourly Rate এ নতুন অবস্থায় ডাটা এন্ট্রি হলে ১-২ ডলার এর মধ্যে দিন আর ওয়েব ডেভলপার হলে ২-৩ ডলার এর মধ্যে দিন।Availability এ সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন ততটুকু দিন। Title এ আপনার পছন্দের টাইটেল দিন। আমি এখানে পরামর্শ দেব, যেমন: Data Entry Worker, Web research, MS Office, Computer Fundamental, Photoshop, Editing, HTML CSS, PHP, Joomla। সব শেষে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
Hourly Rate এ নতুন অবস্থায় ডাটা এন্ট্রি হলে ১-২ ডলার এর মধ্যে দিন আর ওয়েব ডেভলপার হলে ২-৩ ডলার এর মধ্যে দিন।Availability এ সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন ততটুকু দিন। Title এ আপনার পছন্দের টাইটেল দিন। আমি এখানে পরামর্শ দেব, যেমন: Data Entry Worker, Web research, MS Office, Computer Fundamental, Photoshop, Editing, HTML CSS, PHP, Joomla। সব শেষে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
এখান থেকে Accept
the Odesk user Agreement এ ক্লিক করুন।
এখানে থেকে I
agree to terms এ টিক দিয়ে Save
and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
এখান থেকে Post
my Profile বাটনে ক্লিক করুন
, ব্যস আইডি তৈরী শেষ।
ওডেস্ক মেনু পরিচিতি
এ সম্পর্কিত আরও পোস্ট
>>>>>>>>
কিভাবে প্রফাইল তৈরী করবেন এখানে দেখুন ।
কিভাবে জব বিড করবেন এখানে দেখুন
মাইক্রো ওয়ার্কার্স এর কাজ কিভাবে করবেন তার বিস্তারিত বাংলা বই
আমাদের পেজ এর সাথা থাকুন... আপডেট পেয়ে যাবেন। লাইক ডিজিটাল । ফেসবুক পেজ।
No comments:
Post a Comment