দেশে প্রথমবারের মতো থ্রিডি (থ্রি ডায়মেনশন)
পদ্ধতির প্রেক্ষাগৃহ চালু হচ্ছে।
দর্শকদের সময়োপযোগী পদ্ধতিতে বিনোদন দিতে এ উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থিত
স্টার সিনেপ্লেক্সে বর্তমানে তিনটি
ডিটিএস পদ্ধতির প্রেক্ষাগৃহ
রয়েছে। এ তিন প্রেক্ষাগৃহে আসন রয়েছে ২৬২টি করে। এর পাশাপাশি নতুন থ্রিডি
প্রেক্ষাগৃহ নির্মাণ করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
উন্নত প্রযুক্তি এবং এক হাজারেরও বেশি আসন সংখ্যার এ প্রেক্ষাগৃহটি
চালু হবে ঈদুল আজহা থেকে। আগামী সপ্তাহে এর উদ্বোধন করবেন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।স্টার সিনেপ্লেক্সের ঊর্ধ্বতন বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, সিনেপ্লেক্সের পাশে টগি ওয়ার্ল্ড বন্ধ করে ওই জায়গায় নির্মাণ করা হয়েছে থ্রিডি মাল্টিপারপাস জুম সিনেপ্লেক্স। এ প্রেক্ষাগৃহে শুধু চলচ্চিত্র প্রদর্শন হবে না, এখানে নাটকসহ নানা অনুষ্ঠান করা যাবে। এ ছাড়া প্রেক্ষাগৃহের সীমানার ভেতর থাকবে খাবার ও শিশুদের খেলার ব্যবস্থা এবং ইনডোর স্ক্যাটিং। চলচ্চিত্র দেখতে আসা দর্শকরা বরফের মধ্যে স্ক্যাট করার সুযোগ পাবেন। মেসবাহ উদ্দিন বলেন, মানসম্মত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে স্টার সিনেপ্লেক্স সব শ্রেণীর দর্শকের প্রশংসা অর্জন করেছে এবং প্রেক্ষাগৃহটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আমরা এ মান বজায় ও ঐতিহ্য রক্ষা করে এগিয়ে যেতে চাই। প্রেক্ষাগৃহের পরিবেশ ও ভালো মানের চলচ্চিত্র প্রদর্শন করা হলে দর্শক প্রেক্ষাগৃহে আসবেই এ সত্যটি প্রমাণ করেছে স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দর্শক সংখ্যা বেড়েই চলেছে। দর্শক চাহিদার কথা বিবেচনা করে থ্রিডি জুম স্টার সিনেপ্লেক্সটি করা হচ্ছে।
এদিকে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র 'টাওয়ার হেইস্ট'। ১৪২ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে নির্মিত এবং গত বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ইতোমধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। ব্রেট রাইনার পরিচালিত অপরাধবিষয়ক এই হাসির চলচ্চিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার, এডি মারফিসহ আরও অনেক।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন ।
সংগ্রহ ঃ সুস্মিতা সুমি ।
No comments:
Post a Comment