NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

12 Oct 2012

ডিজেল গাছ


আমাদের এই পৃথিবীতে অনেক রকমের রহস্যময় গাছ আছে । তার মধ্য থেকে একটা হল "ডিজেল গাছ" ।এর নির্গত রস দিয়ে গাড়ী চালানো যায় । গাছটি সাধারণত দক্ষিণ আমেরিকার ব্রাজিলে বেশি পাওয়া যায় ।
ডিজেল গাছ সাধারণত ২৫-৪০
ফুটের মত লম্বা হয়, সাদা রংয়ের আকর্ষনীয় ফুল
ও তৈলাক্ত ফল বিশিষ্ট হয় ।
এই গাছের গায়ে ছিদ্র করে রস নেয়া লাগে, রসগুলা ডিজিলের বিকল্প হিসাবে ব্যাবহারযোগ্য , তা দিয়ে রীতিমত গাড়িও চালানো যায়, এটা এ
তই বিশুদ্ধ যে খনিজ তেলের মত পরিশোধনের প্রয়োজনও হয় না ।
তবে তেল দেয়ার উপযোগী হতে গাছগুলাকে প্রায় ১৫ বছরের মত সময় লাগে, ,প্রতিটা প্রাপ্তবয়স্ক গাছ বছরে ৩০ থেকে ৪০ লিটার তেল উৎপাদম করতে পারে, আড়াই একরের একটা বাগানে বছরে ১০০০০ থেকে ১২০০০ লিটার তেল উৎপাদন হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad