NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

12 Oct 2012

যমজ সন্তান রহস্য

যমজ শিশু জন্ম নেয় দুটি কারণে_যদি মায়ের গর্ভে দুটি ডিম্বাণু আসে এবং শুক্রাণুর সংস্পর্শে দুটি ডিম্বাণুই উর্বরতা লাভ করে এবং যদি কোনো ডিম্বাণু শুক্রাণুর সংস্পর্শে উর্বরতা পাওয়ার পর দুটি ভাগে ভাগ হয়ে যায় । দুটি ডিম্বাণু থেকে জন্ম নেওয়া যমজ শিশুরা আলাদা লিঙ্গের (ছেলে বা মেয়ে) হতে পারে । অন্যদিকে একটি ডিম্বাণু আলাদা ভাগে ভাগ হয়ে গেলে একই লিঙ্গের
যমজ শিশুর জন্ম হয় ।তবে বেশির ভাগ ক্ষেত্রেই একটি ডিম্বাণু দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে বেড়ে ওঠে যমজ শিশুর ভ্রূণ, জন্মানোর সময় যারা বাঁধা থাকে একটি নাড়িতেই । দুটি ভ্রূণ নিয়ে বেড়ে ওঠা একটি ডিম্বাণু দুটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার জন্য কয়েক সপ্তাহ সময় প্রয়োজন হয় । কোনো কারণে সে কার্যক্রম বন্ধ হয়ে গেলে মায়ের গর্ভে বেড়ে ওঠে জোড়া যমজ শিশু । চিকিৎসা বিজ্ঞানের মতে, নানা ধরনের জোড়া যমজের জন্ম হয় । তবে বেশি জন্মায় থোরাকপাগাস, অমফালোপাগাস ও ক্রানিওফাগাস টাইপের শিশু । থোরাকপাগাস শিশুরা সাধারণত শরীরের ওপরের অংশে সংযুক্ত থাকে । এদের হৃৎপিণ্ড ও বুকের চামড়া একটিই থাকে । শতকরা ৪০টি জোড়া যমজ শিশু এভাবে জন্মলাভ করে । অমফালোপাগাস যমজদের বুক থেকে কোমর পর্যন্ত সংযুক্ত থাকে । এভাবে জন্ম নেয় শতকরা ৩৩টি শিশু । ক্রানিওফাগাস টাইপের শিশুর জন্ম নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল । শতকরা মাত্র দুটি এভাবে জন্ম নেয় । এ ধরনের শিশুদের মস্তিষ্ক সংযুক্ত থাকে

আরও দেখুন।। উরন্ত সাপ

No comments:

Post a Comment

Post Top Ad