সাপ কি উড়তে পারে?
সাপুড়েরা বিভিন্ন ধরনের সাপ দেখিয়ে লোক
জড়ো করার জন্য বিভিন্ন রকম কথা বলে। কখনও
বলে এই সাপের মাথায় মণি থাকে, কখনও
বলে এই সাপ উড়ে এসে মানুষের মাথায় ছোবল
দেয়। কিন্তু সাপ কি আসলেই উড়তে পারে? ডানা না থাকলে সাপ তো দূরের কথা,
সাপুড়েরা বিভিন্ন ধরনের সাপ দেখিয়ে লোক
জড়ো করার জন্য বিভিন্ন রকম কথা বলে। কখনও
বলে এই সাপের মাথায় মণি থাকে, কখনও
বলে এই সাপ উড়ে এসে মানুষের মাথায় ছোবল
দেয়। কিন্তু সাপ কি আসলেই উড়তে পারে? ডানা না থাকলে সাপ তো দূরের কথা,
কোনো প্রাণীই উড়তে পারে না। তবে
পৃথিবীর
বিভিন্ন বনাঞ্চলের গাছের ডালে একধরনের
উড়ূক্কু সাপ বাস করে। এরা সাধারণত ভয়
পেলে বা শত্রুর আক্রমণের শিকার হলে একগাছ
থেকে অন্য গাছে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে সত্যিকারভাবে এই সাপ কখনও
উড়তে পারে না। সাপের এ ধরনের লাফ
দিয়ে চলাকে বলে 'গ্গ্নাইডিং'। সাপের মতো এক
প্রজাতির ব্যাঙ ও গিরগিটিও সাপের মতো দীর্ঘ
লাফ দিতে পারে। Chrysopelea paradise প্রজাতির সাপ আছে যা দক্ষিন এবং দক্ষিন পূর্ব এশিয়ার পাওয়া যায় এরা ৭৫ ফুট পর্যন্ত লাফ দিয়ে যেতে পারে ।
বিভিন্ন বনাঞ্চলের গাছের ডালে একধরনের
উড়ূক্কু সাপ বাস করে। এরা সাধারণত ভয়
পেলে বা শত্রুর আক্রমণের শিকার হলে একগাছ
থেকে অন্য গাছে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে সত্যিকারভাবে এই সাপ কখনও
উড়তে পারে না। সাপের এ ধরনের লাফ
দিয়ে চলাকে বলে 'গ্গ্নাইডিং'। সাপের মতো এক
প্রজাতির ব্যাঙ ও গিরগিটিও সাপের মতো দীর্ঘ
লাফ দিতে পারে। Chrysopelea paradise প্রজাতির সাপ আছে যা দক্ষিন এবং দক্ষিন পূর্ব এশিয়ার পাওয়া যায় এরা ৭৫ ফুট পর্যন্ত লাফ দিয়ে যেতে পারে ।
সংগৃহীত > সুস্মিতা
আরও এমন পোস্ট
>>>
No comments:
Post a Comment