কামরুকামাক্ষা একটি অবিশাস্য জাদুর
নগরী ।আপনি বিশ্বাস করুন আর না -ই বা করেন ।এটি
গুগল , উইকিপিডিয়া বা অন্যান্য তথ্যসূত্র থেকে সার্চ দিয়ে পাবেন না
।এটি নিতান্তই একটি যাযাবর সাপূড়ে বা বেদে সমাজ থেকে নেয়া কিছু তথ্য ও উপাত্ত মাত্র ।তবে অবিশ্বাসী
দেরকে বিষয়টিকে একটি কাহিনী মনে করে
পড়তে পারেন ।আর বিশ্বাসীগন এর অর্থ বুঝতে চেষ্টা করবেন বলে আশা করি ।
কারো কারো মতে কামরুকামাক্ষার লোকজন এমন একটি সমাজ ব্যাবস্থা গড়ে তুলেছে যেখানে নেতৃত্ব থাকে মেয়েদের কাছে ।তবে এর কারন হচ্ছে সেখানে পুরুষের সংখ্যা অতি নগন্ন । সেখানকার মানুষ প্রায় বিবস্ত্র অবস্থায় থাকে ।ব্যাপকযৌন প্রতিক্রিয়ার কারনে তাদের এলাকায়কোন সুদর্শন যুবকের উপস্থিতি বন্দিত্ব জীবনের নামান্তর মাত্র বলে গুড়া সাপুড়ে বা বেদে লোকদেরবিশ্বাস ।অনেকে মনে করেন সম্পূর্ন মায়া (এক ধরনের কালোযাদু) দিয়ে এলাকাটি বিস্তৃত ।এলাকাটি দেখতে স্বাভাবিক এবং আমাদের প্রাচিন সভ্য সমাজের মনে হলেও কোন সুদর্শন যুবকের উপস্থিতিতে অর্থাত্ মায়ায় আচ্ছন্ন হলে তার কাছে সঠিক পথ খুঁজে পাওয়া অসম্ভব ।খুব কম লোকই এখান থেকে ফিরে আসতে পারেন বলে কিছু কিছু সাপুড়ে মনে করেন ।তাদের মতেপুরুষরা একবার মায়ায় আচ্ছন্ন হলে বারবার পথ ঘুরে একই জায়গায় এসে উপস্থিত হয় ।সেখানকার নারীরা পুরুষদেরকে তাদের চাহিদা অনুযায়ী ব্যাবহার করে থাকে ।
কারো কারো মতে কামরুকামাক্ষার লোকজন এমন একটি সমাজ ব্যাবস্থা গড়ে তুলেছে যেখানে নেতৃত্ব থাকে মেয়েদের কাছে ।তবে এর কারন হচ্ছে সেখানে পুরুষের সংখ্যা অতি নগন্ন । সেখানকার মানুষ প্রায় বিবস্ত্র অবস্থায় থাকে ।ব্যাপকযৌন প্রতিক্রিয়ার কারনে তাদের এলাকায়কোন সুদর্শন যুবকের উপস্থিতি বন্দিত্ব জীবনের নামান্তর মাত্র বলে গুড়া সাপুড়ে বা বেদে লোকদেরবিশ্বাস ।অনেকে মনে করেন সম্পূর্ন মায়া (এক ধরনের কালোযাদু) দিয়ে এলাকাটি বিস্তৃত ।এলাকাটি দেখতে স্বাভাবিক এবং আমাদের প্রাচিন সভ্য সমাজের মনে হলেও কোন সুদর্শন যুবকের উপস্থিতিতে অর্থাত্ মায়ায় আচ্ছন্ন হলে তার কাছে সঠিক পথ খুঁজে পাওয়া অসম্ভব ।খুব কম লোকই এখান থেকে ফিরে আসতে পারেন বলে কিছু কিছু সাপুড়ে মনে করেন ।তাদের মতেপুরুষরা একবার মায়ায় আচ্ছন্ন হলে বারবার পথ ঘুরে একই জায়গায় এসে উপস্থিত হয় ।সেখানকার নারীরা পুরুষদেরকে তাদের চাহিদা অনুযায়ী ব্যাবহার করে থাকে ।
No comments:
Post a Comment