NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

18 Aug 2022

সিহাহ সিত্তাহ হাদিস গন্থ সমূহ সব এক সাথে নিয়ে নিন-download-sahih-sittah-pdf-all-hadis-books

বাংলা হাদিস pdf (Download)| বুখারী, মুসলিম, তিরমিজী, দাউদ, মাজাহ, নাসায়ী

sihah sittah all books download pdf-bukhari,muslim-tirmizi,dawood sharif-majah sharif nasai sharif


সিহাহ সিত্তাহ বা কুতুবুস সিত্তাহ (আরবি: الكتب السته; Al-Kutub Al-Sittah‎‎) হাদিসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয়ে থাকে। কুতুব আল সিত্তাহ দ্বারা ছয়টি গ্রন্থ এবং সিহাহ সিত্তাহ দ্বারা "নির্ভুল ছয়" বোঝানো হয়। এই গ্রন্থগুলো হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইবনে আব্দুল্লাহ - এর মৃত্যুর ২০০ বছর পর সংগৃহিত হয়েছে ছয়জন সংগ্রহকারীর দ্বারা। ১১শ শতাব্দীতে ইবনে আল-কায়সারনী তাদের প্রথম আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ ও সংজ্ঞায়িত করেন, যিনি সুনান ইবনে মাজাহকে এই তালিকায় যুক্ত করেন।


সহিহ বুখারী শরীফ বাংলা | Bukhari Sharif Bangla pdf Download


সহিহ আল-বুখারি একটি প্রসিদ্ধ হাদীস বিষয়ক গ্রন্থ। এটি কুতুব আস-সিত্তাহ অর্থাৎ হাদীস বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের অন্তর্গত অন্যতম একটি গ্রন্থ। ইমাম বুখারীর প্রায় ৬ লাখ হাদীস মুখস্থ ছিল। তিনি ৬ লাখ হাদিস হতে যাচাই বাছাই করে সর্বসাকুলে ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিদ্ধ গ্রন্থখানি প্রণয়ন করেন। ইবনে আল সালাহ-এর হিসাব মতে: “দ্বিরুক্তি সহ বুখারী শরীফে হাদীসের সংখ্যা ৭২৭৫। বলা হয়েছে যে মাত্র একবার বর্ণিত হাদিসের সংখ্যা ২,২৩০। এটি মুসনাদ হাদিসকে বোঝানো হয়েছে।


Ṣaḥiḥ al-Bukhari, is one of the six major collections of hadith based on the teachings, sayings, traditions and practices of Muhammad (S). Regarded as the most authentic and authoritative books in Sunni Islam, it consists 7,275 hadiths compiled by Persian scholar Muhammad al-Bukhari around 846 CE/232 AH. This book is also called Musnad A Hadith.

মুসলিম পন্ডিত বলেছেন, পবিত্র কুরআনের পর সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ ৷ ৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া বলেছেন, আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোন মুহাদ্দিসের জন্ম হয়নি ৷ কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয় ৷

তিনি সহীহ্ হাদিস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে, সনদ সহ প্রায় ৬ (ছয়) লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী (স,)-এর রাওজায়ে আকদাসের পাশে বসে প্রতিটি হাদিস গ্রন্থিত করার পূর্বে মোরাকাবার মাধ্যমে মহানবী (স,)-এর সম্মতি লাভ করতেন ৷

এভাবে তিনি প্রায় ৭ হাজার হাদিস চয়ন করে এই 'জামে সহীহ্' সংকলনটি চূড়ান্ত করেন ৷ তার বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন ৷ মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান গবেষণার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই

» Download sahih bukhari sharif all part pdf



সহীহ মুসলিম শরীফ ঃ

সহীহ মুসলিম’ হাদিসের অন্যতম একটি গ্রন্থের নাম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরী হলেন এই মহান গ্রন্থের সংকলক ।তার অন্যান্য সংকলনের মধ্যে সহীহ মুসলিম হলো সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য। এতে প্রায় ১২ হাজার হাদীস রয়েছে (পুনরুক্তসহ)। পুনরুক্ত বাদ দিলে হাদীসের সংখ্যা হবে প্রায় ৪০০০।’ ইমাম মুসলিম তার মুখস্ত তিন লক্ষাধিক হাদীস থেকে বাছাই করে বিশুদ্ধ হাদীসের এ সংকলনটি তৈরি করেছেন।

Ṣaḥiḥ Muslim is one of the six major hadith collections in Sunni Islam. It is highly acclaimed by Sunni Muslims and is considered the second most authentic hadith collection after Sahih al-Bukhari. It was collected by Muslim ibn al-Hajjaj. According to Munthiri, there are a total of 2,200 hadiths (without repetition) in Sahih Muslim.

» Download Sahih muslim sharif all part pdf



সহীহ তিরমিযী শরীফ পি ডি এফ ডাউনলোড ঃ

সুনান আত-তিরমিজী বা জামি আত তিরমিজী মুসলমানদের সবচেয়ে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি। অর্থাৎ এটি সিহাহ সিত্তাহের একটি কিতাব।

এই কিতাবটি সিহাহ সিত্তাহ অর্থাৎ মুসলমানদের প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের অন্যতম একটি হাদিস গ্রন্থ ।এর সংকলনকারী আবু ঈসা মুহাম্মদ ঈসা ইবনে তিরমিজী। তিনি ইমাম তিরমিজি নামেই বেশি পরিচিত। এ কিতাবে প্রায় সব ধরনের হাদিসই সংকলন করা হয়েছে। এই কিতাবে প্রায় চারহাজার হাদীস সংকলিত রয়েছে।

Jami at-Tirmidhi, also known as Sunan at-Tirmidhi, is one of “the six books”. It was collected by Al-Tirmidhi. He began compiling it after the year 250 A.H. and completed it on the 10 Dhu-al-Hijjah 270 A.H.  It contains about 4330 Ahadith (now roughly 4400), and has been divided into fifty chapters – disputed as 46 books.

» তিরমিযী শরীফ বাংলা ডাউনলোড করুন Tirmiji Sharif bangla download pdf all part



সহিহ আবূ দাউদ বাংলা pdf Download

সুনানে আবু দাউদ, এতে প্রায় ৪,৮০০ হাদিস সংকলিত হয়েছে। এটি তার প্রধান কর্ম। মুহাম্মদ মুহিউদ্দিন আবদুল হামিদের সম্পাদনার পর এই সংখ্যা নির্ধারণ করা হয়। তিনি বলেছেন যে তিনি যেগুলোকে জয়িফ (দুর্বল) বলে উল্লেখ করেননি সেগুলো ছাড়া বাকি হাদিসগুলো সহিহ।

Abu Dawood collected 500,000 hadith, but included only 4,800 in this collection. Sunnis regard this collection as fourth in strength of their six major hadith collections. It took Abu Dawod 20 years to collect the hadiths. He made a series of journeys to meet most of the foremost traditionists of his time and acquired from them the most reliable hadiths, quoting sources through which it reached him.

» সহিহ আবূ দাউদ বাংলা pdf Download pdf all part



সহিহ মাজাহ | Ibn Majah Hadis Bangla pdf Download

সুনান ইবনু মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনু মাজাহ’র অন্যতম অবদান এটি। ইমাম ইবনু মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই।  হাদীস সঙকলনে যেখানে ১,৫০০ অধ্যায় ও প্রায় ৪,৩৪১ হাদীস রয়েছে।

Sunan Ibn Majah is a collection of hadith compiled by Imam Muhammad bin Yazid Ibn Majah al-Qazvini (rahimahullah). It is widely considered to be the sixth of the six canonical collection of hadith (Kutub as-Sittah) of the Sunnah of the Prophet (ﷺ). It consists of about 4341 hadith in 37 books.

» সহিহ মাজাহ | Ibn Majah Hadis Bangla pdf Download all part



সহিহ আন-নাসায়ী বাংলা | Sunane Nasai Bangla pdf Download

সুনান ইবনু মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনু মাজাহ’র অন্যতম অবদান এটি। ইমাম ইবনু মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই।  হাদীস সঙকলনে যেখানে ১,৫০০ অধ্যায় ও প্রায় ৪,৩৪১ হাদীস রয়েছে।

Sunan Ibn Majah is a collection of hadith compiled by Imam Muhammad bin Yazid Ibn Majah al-Qazvini (rahimahullah). It is widely considered to be the sixth of the six canonical collection of hadith (Kutub as-Sittah) of the Sunnah of the Prophet (ﷺ). It consists of about 4341 hadith in 37 books.

» সহিহ আন-নাসায়ী বাংলা | Sunane Nasai Bangla pdf Download

.


পোষ্টটি বিভিন্ন মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিন। দ্বীনের দাওয়াতে অংশ নিন। 






No comments:

Post a Comment

Post Top Ad