সুনান ইবনু মাজাহ (Sunan Ibn Majah) প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনু মাজাহ’র অন্যতম অবদান এটি। ইমাম ইবনু মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন।
এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই। হাদীস সঙকলনে যেখানে ১,৫০০ অধ্যায় ও ৪,০০০ হাদীস রয়েছে।
The Majah Hadith Book is a collection of hadith compiled by Imam Muhammad bin Yazid Ibne Majah al-Qazvini (rahimahullah). It is widely considered to be the sixth of the six canonical collection of hadith (Kutub as-Sittah) of the Sunnah of the Prophet (ﷺ). It consists of 4341 ahadith in 37 books.
No comments:
Post a Comment