NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

3 Aug 2015

ডাউনলোড করুন windows 10 , সাথে থাকছে permanent activation

Windows 10 রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে । আপনারা অনেকই হয়ত ইতিমধ্যে ডাউনলোড করে ব্যাবহার করা শুরু করেছেন । তবে অনেকেই এখনো এক্টিভেট করতে পারেন নাই । চিন্তা নাই , যারা এক্টিভেট করেন নাই তাদের জন্য থাকছে আজীবন এক্টিভেট করার সিস্টেম । আর যারা ডাউনলোড করেন নাই তাদের জন্য থাকছে দুটোই ।

তাহলে চলুন প্রথমে ডাউনলোড করে নেই ।

Windows 10 ডাউনলোড লিঙ্কস

উইন্ডোজ ১০ সংস্করণ 32 বিট এর জন্য 64 বিট এর জন্য
Windows 10 Home Official link / Mirror link Official link / Mirror link
Windows 10 Pro Official link / Mirror link Official link / Mirror link
Windows 10 Enterprise Official link

বি.দ্র: ডাউনলোড টুলটি মাইক্রোসফট এর অফিশিয়াল ডাউনলোড টুলস। সুতরাং এটি নিয়ে বেশি দুঃচিন্তা করতে হবে না। তো নিশ্চিন্তে ডাউনলোড করতে থাকুন। যারা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন তারা নিচের টরেন্ট ডাউনলোড লিংকগুলো ব্যবহার করতে পারেন।

টরেন্ট ডাউনলোড লিঙ্ক ঃ

উইন্ডোজ ১০ সংস্করণ 32 bit links 64 bit links
Windows 10 Home Download (2.93 GB) Download (3.81 GB)
Windows 10 Pro Download (2.94GB) Download (3.79 GB)
Windows 10 Enterprise Download (2.72GB) Download (3.67 GB)
Windows 10 Education Download (2.72 GB) Download (3.67 GB)

Windows 10 লাইফ টাইম এক্টিভেশন

Windows 10 কে সাধারণত দুই ভাবে খুব সহজে এক্টিভেট করা যায় । দুটোই দেখাবো । তবে যে প্রক্রিয়াতেই উইন্ডোজ একটিভেট করেন না কেন আপনার প্রয়োজন হবে উইন্ডোজ ১০ এর অরিজিনাল সিরিয়াল নাম্বার। চিন্তার কিছু নেই, নিচের সারণী হতে আপনার উইন্ডোজ ১০ এর ভার্সন অনুযায়ী যার যে সিরিয়াল প্রয়োজন বেছে নিতে পারেন।

আপনি যদি উইন্ডোজ ১০ নতুন করে ইনস্টল দেন তাহলে নিচের দেওয়া সিরিয়াল নাম্বারগুলো ব্যবহার করে উইন্ডোজ ইনস্টল করুন। না হলে পরবর্তি একটিভেশনে ঝামেলা হতে পারে। এই সিরিয়ালগুলো দিয়েই আমরা উইন্ডোজ ১০ এর পারমানেন্ট একটিভেশন দেখাবো।

Operating System Edition KMS Client Setup Key
Windows 10 Home NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
Windows 10 Professional W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX
Windows 10 Professional N MH37W-N47XK-V7XM9-C7227-GCQG9
Windows 10 Enterprise NPPR9-FWDCX-D2C8J-H872K-2YT43
Windows 10 Enterprise N DPH2V-TTNVB-4X9Q3-TJR4H-KHJW4
Windows 10 Education NW6C2-QMPVW-D7KKK-3GKT6-VCFB2
Windows 10 Education N 2WH4N-8QGBV-H22JP-CT43Q-MDWWJ
Windows 10 Enterprise 2015 LTSB WNMTR-4C88C-JK8YV-HQ7T2-76DF9
Windows 10 Enterprise 2015 LTSB N 2F77B-TNFGY-69QQF-B8YKP-D69TJ
১. প্রতমে start মেনুতে ক্লিক করে command prompt এ রাইট ক্লিক করুন তারপর run as administrator এ ক্লিক করুন ।

2. এবার নিচের চিত্রের মত আসবে ।
এবার এখান থেকে slmgr /ipk W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX লেখাটি কপি করুন। এখানে দেখুন লাল চিহিৃত অংশটি হলো সিরিয়াল নাম্বার। আপনি যে ভার্সনটি একটিভেট করতে চান উপরের সারণী হতে সেই ভার্সনের সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে। এবার কপি করা লেখাটি কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের মতো সাক্সেসফুল উইন্ডো আসবে।
3. এবার এখান থেকে slmgr /skms kms.xspace.in লেখাটি কপি করুন এবং কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের মতো সাক্সেসফুল উইন্ডো আসবে।

4.এবার এখান থেকে slmgr /ato লেখাটি কপি করুন এবং কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের চিত্রের মতো উইন্ডোজ একটিভেশন সাক্সেসফুল দেখাবে।

আশা করি আপনার উইন্ডোজ ১০ এক্টিভেট হয়ে গেছে ।

এবার এখান থেকে ক্র্যাক ফাইলটি ডাউনলোড করুন ডাউনলোড করার পর এক্সট্রাক্ত করুন । তারপর KMSauto এর উপর রাইট ক্লিক করুন , তারপর run as administrator এ ক্লিক করে ওপেন করুন । নিচের চিত্রের মত আসলে জাস্ট একটিভেট উইন্ডোজ বাটনে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।

তাহলেই দেখবেন উইন্ডোজ একটিভেট হয়ে গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad