NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

22 Jan 2015

হোয়াটসঅ্যাপ এবার ডেস্কটপেও

মোবাইলে চার্জ এতটাই কম যে বন্ধ হল বলে! অগত্যা, হোয়াটসঅ্যাপ-মায়া ত্যাগ করা। কিন্তু মন তো পড়ে আছে হোয়াটসঅ্যাপেই। জরুরি মেসেজ এল কিনা, একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য প্রাণ আনচান। না, আর এরকম বিড়ম্বনায় পড়তে হবে না। মোবাইলে চার্জ না থাকলে ডেস্কটপ বা ল্যাপটপ থাকলেই হবে। হ্যাঁ, বৃহস্পতিবার থেকেই ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ডেস্কটপে হোয়াটসঅ্যাপ পরিষেবা দেওয়া হবে বলে কয়েক মাস আগেই ঘোষণা করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। তবে কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে, তা জানানো হয়নি। অবশেষে বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে খবরটি ঘোষণা করল। এদিন থেকেই ডেস্কটপে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

কী ভাবে ব্যবহার করা যাবে? গুগল ক্রোমে https://web.whatsapp.com/-এই লিঙ্কটি ক্লিক করতে হবে। ওই সাইটেই একটি QR কোড স্ক্যানের অপশন থাকবে। আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপের QR কোড ডেস্কটপে আনতে হবে। তবে এক্ষেত্রে মোবাইলটিতে অবশ্যই অ্যান্ড্রয়েডের একদম সাম্প্রতিক অপারেটিং সিস্টেম থাকতে হবে বা উইন্ডোজ ফোন, আইফোন, ব্ল্যাকবেরি হলেও চলবে।

No comments:

Post a Comment

Post Top Ad