মোবাইল ব্যাবহার কারীদের অনেকের প্রিয় ব্রাউজার হচ্ছে uc browser , কিন্তু সমস্যা হল অনেক এই ব্রাউজার এর সাহায্যে বাংলা পড়তে পারেন না । আসলে এই ব্রাউজার দিয়ে বাংলা পড়া খুব একটা কঠিন কাজ না । একটু চেষ্টা করলেই সহজেই পড়তে পারেন বাংলা uc browser এর সাহায্যে ।
এজন্য প্রথমে যে কোন সাইট থেকে যে কোন বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে । অথবা এই লিঙ্ক থেকে যেকোন একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নিন
ডাউনলোড ফন্টটিকে চার বার কপি পেস্ট করতে হবে । এবং চারটি নামে রিনেম করতে হবে । নিচে দেখুন চারটি নাম দেওয়া আছে , এখান থেকে কপি করে আপনার ফন্টিকে চারবার রিনেম করুন ।
- S60SNR
- S60SSB
- S60TSB
- S60ZDIGI
রিনেম করা হলে গেলে , আপনার মোবাইলের মেমরি কার্ডে প্রবেশ করুন ডাটা ক্যাবল অথবা কার্ড রিডার মাধ্যমে । মেমরি কার্ডে আপনি resourceনামের
একটি ফোল্ডার পাবেন । এটি হিডেন অবস্থায় থাকতে পারে । হিডেন থাকলে আগে আন হাইড করে নিন । তারপর resource folder এর ভিতরে fonts নামে একটা ফোল্ডার তৈরী করুন । এই ফোল্ডারের ভিতরে আপনার fonts গুলো কপি পেস্ট করুন । তারপর মেমরি কার্ড মোবাইলে ডুকান এবং মোবাইল restart করুন ।
আশা করা যায় উপরের কাজ গূলো সঠিক ভাবে যদি করতে পারেন তাহলে আরামে বাংলা পড়তে পারবেন uc browser এর সাহায্যে ।
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা --
No comments:
Post a Comment