NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

19 Dec 2014

সহজেই resize আর crop করুন যে কোন ছবি

আপনি নতুন কম্পিউটার ব্যাবহারকারী ? আপনার যদি গ্রাফিক্স সফটওয়্যার সম্পর্কে ধারনা কম থাকে তাহলে হয়ত অনেক সময় আপনার ছবি গুলোকে বিভিন্নভাবে সাইজে আনতে কষ্টকর অথবা ঝামেলা মনে হতে পারে । এর সহজ সমাধান হতে পারে Microsoft Office Picture Manager । এর সাহায্যে গ্রাফিক্স এর বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারনা না থাকলেও ছবি ক্রপ বা রিসাইজের কাজ গুলো করতে পারেন


ক্রপ আর রিসাজই কিঃ
ক্রপ করা মানে ছবির নির্দিষ্ট অংশকে কেটে নিয়ে বাকি অংশ বাদ দেয়া। এতে ছবির সাইজ কমে যায় আবার Resolution ও পরিবর্তন হয়ে যাবে।
অন্যদিকে রিসাইজ হলো ছবিগুলোর রেজ্যুলেশন কমানো। ছবির কোন অংশ কাটা যাবে না কিন্তু Resolution কমে যাবে। যেমন 2000 px Resolution এর একটি ছবিকে রিসাইজ করে 1000 px/1500 px/1000 px বিভিন্ন Resolution এর করা যায়। এতে পুরো ছবি ঠিক থাকবে কিন্তু ছবির সাইজ কমে যাবে। এটা Microsoft Office এর সাথেই ইন্সটল হয় । তাই যদি পিসিতে মাইক্রোসফট অফিস ইন্সটল করা থাকে তাহলে চিন্তার কিছু নেই আর না থাকলে ইন্সটল করে নিন ।


বুঝতে সমস্যা হলে নিচের video দেখে নিতে পারেন

No comments:

Post a Comment

Post Top Ad