ছবি এডিট করা অনেকের কছে শখ আবার কেউ এডিট করেন প্রয়োজনে, আবার অনেকেই আছে পুরোমাত্রায় প্রফেশনাল । আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার নই । তবে অনেক সময় প্রয়োজন পরে কিছু ডিজাইন করার । যারা ফটোশপ ( চাইলে photoshop এর কিছু কাজ দেখতে পারেন এখান থেকে) খুব ভাল পারেন তাদের এই টা খুব ভাল নাও লাগতে পারে । তবে যারা শখের বশে অথবা ঠেকায় পরে কিছু ডিজাইন করতে চান তাদের কাজে লাগতে পারে ভেবেই শেয়ার করছি । আমি যে ওয়েব সাইট সম্পর্কে বলতে যাচ্ছি সেটা সম্পর্কে হয়ত অনেকি জানেন । তবে যারা এখনো জানেন না তাদের জন্যই বলছি । আমি কোন সফটওয়্যার এর কথা বলছি না । pixlr.com একটি ওয়েব সাইট । এবং এটি সম্পূর্ণ ফ্রি । এই ওয়েব সাইট এ ছবি এডিট করার তিনটি শাখা আছে । আপনার পছন্দ মত যে কোন শাখায় কাজ করতে পারেন । তবে নিচের যে ভিডিও আছে সেখানে আমি pixlr basic editor এর কাজ দেখিয়েছি । পরবর্তীতে সময় পেলে অন্য গুলোও দেখানোর চেষ্টা করব ।
নিচের ভিডিও টিতে কিভাবে pixlr এর সাহায্যে চোখের এবং চুলের কালার পরিবর্তন করা যায় সেটা দেখানোর চেষ্ঠা করেছি ।
ইউটিউব ভিডিও হাই রেজুলেশন দেখার জন্য প্লেয়ার এর সেটিংস এ ক্লিক করু তারপর রেজুলেশন সিলেক্ট করুন , নিচের চিত্র দেখুন
thanks...
ReplyDeleteধন্যবাদ শেয়ার করার জন্য ।
ReplyDeletedhonnobad, onek kajer jinis
ReplyDelete