NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

28 Mar 2013

সিম্পল কম্পিউটার tips and tricks

আসলে অনেক সময় অনেক ছোট কাজের জন্য অনেক বড় ঝামেলা পোহাতে হয়। কিছু ছোট বিষয় যেগুলো জানা থাকলে অনেক সময় বাচে। এখানে খুব ছোট তিনটি টিপস দিলাম, অনেকেই হয়ত জানেন, কিন্তু যারা একদম নতুন, তারা হয়ত উপক্রিত হবেন।


Tips ১. আমরা আমাদের ব্রাউজারের অনেক tab খুলে কাজ করি অনেক সময়। আমার অন্তত সবসময় 5 টা ট্যাব খোলা থাকে। কখনো হয়ত আরো বেশি, দেখা কাজ করতে করতে ভুল বসত কোন একটি দরকারী ট্যাব বন্ধ করে দিয়েছেন। চিন্তার কারন নেই। কী বোর্ড থেকে ctrl + shift + T চাপুন ।


Tips ২. desktop এ থাকা আইকোন গুলোকে ছোট বড় করতে মনে চায় নাকি ? তাহলে এক কাজ করুন , কী বোর্ড থেকে ctrl চেপে ধরে মাউস এর মাঝখানের চাকা টাকে ঘুরান , দেখেন কাজ হয়ে যাবে।।

Tips ৩.মনে করেন ইন্টারনেট থেকে অনেক গুলো ক্যাটরিনা কাইফের ছবি নামাইছেন, একেক নামে আছে সেগুলো । কি করবেন, সব ছবিতে গিয়ে তো আর ক্যাটরিনা লিখে দেওয়া সম্ভব না। তার চেয়ে সহজ কাজ করুন। প্রথমে সব ছবিকে কে সিলেক্ট করে তারপর কী বোর্ড থেকে F2 চাপেন। এখন নাম দেন তারপর এন্টার মারেন। দেখেন সব রিনেম হয়ে গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad