NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

31 Mar 2013

নিজেই বানিয়ে নিন portable software সহজেই

আমরা সবাই জানি portable software হচ্ছে এমন সফটওয়্যার যে গুলো কম্পিউটারে ইন্সটল করার ঝামেলা নাই, শুধু মাত্র প্রয়োজনের সময় ব্যাবহার করলেই চলে। বিভিন্ন portable সফটওয়্যার ব্যাবহার করার সময় হয়ত নিজের কাছে মনে হতে পারে নিজেই যদি বানাতে পারতাম এমন portable এপ্লিকেশন। তাহলে এখনি নিয়ে নিতে পারেন এই সফটওয়্যার । এটি দিয়ে যে কোন সফটওয়্যার কে আপনি portable বানিয়ে নিতে পারবেন। আর ব্যাবহার করতে পারেন নিজের তৈরী করা portable application.

যে সফটওয়্যার টির কথা বলছি তার নাম। vmware thinapp । এর সাহায্যে কিভাবে portabole software বানবেন দেখুন পর্যায়ক্রমে ।
প্রথমে Download করুন সিরিয়াল কী নিয়ে নিন এখান থেকে স্বাভাবিক ভাবে ইন্সটল করার পর ওপেন করুন নিচের স্টার্ট মেনু থেকে সফটওয়্যার টি ওপেন করুন।
তারপর নিচের চিত্রের মত আসলে সেখানে next din.

prescan এ ক্লিক করুন, নিচে দেখুন……

prescan এ ক্লিক করার পর কিছুক্ষন prescanning হবে, তারপর prescanning সম্পূর্ণ হলে software টি minimize করে রাখুন।
এবার আপনি যে software টি portable বানাতে চান সেটা install করুন সাধারন software এর মতই, (তার আগে অবশ্যই আপনাকে
software টি remove বা uninstall করে ফেলতে হবে যদি install করা থাকে।) যেমন আমি microsoft office 2003 কে portable
বানাতে চাচ্ছি তাই আমি micrsoft office 2003 ইন্সটল করলাম।
এবার minimize করা software টি উঠান, তারপর postcan এ ক্লিক করুন, নিচে দেখুন……

postcan এ ক্লিক করার পর কিছুক্ষন postcanning হবে, তারপর এখন আপনি যে software টি install করলেন সেই software এর
সবগুল ফাইল show করবে, সেখান থেকে আপনার যে যে ফাইল দরকার সেগুলো রেখে বাকি গুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিন।
আমি microsoft office 2003 কে setup দিয়েছিলাম তাই এখানে microsoft office 2003 এর সবগুলো ফাইল show করতেছে,

এখানে আমার প্রয়জন হল word, excel, access, power point, তাই এগুলো রেখে বাকি সবগুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিলাম,

নিচের ছবিটা দেখুন

এরার বার next ক্লিক করার পরে save বাটনে ক্লিক করুন

save এ ক্লিক করার পরে কিছুক্ষন অপেক্ষা করুন, তারপর next এ ক্লিক করুন, তারপরের উইন্ডো আসলে build এ ক্লিক করুন।

আবার কিছুক্ষন অপেক্ষা করুন, এবং সর্বশেষ finish বাটনে ক্লিক করুন, ব্যাস আপনার software টি

portable এ রুপান্তর হয়ে অটোমেটিক একটি নতুন window তে show করবে, সেখান থেকে move করে আপনার পছন্দের যে

কোন folder এ রেখে দিন। অথবা c drive এর program file এর ভিতর vmware থেকে bin নামের folder থেকে

software টি move করে নিতে পারেন। এবার এখন install করা software টি c drive থেকে uninstall করে দিন, যেমন আমি

microsoft office 2003 কে uninstall করে দিলাম। এবং উপভোগ করতে থাকুন নিজের তৈরি করা portable software,

install বা setup ছাড়া, একদম ঝামেলা বিহীন।

No comments:

Post a Comment

Post Top Ad