NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

27 Mar 2013

বিশ্বের সেরা motor cycle সমূহ, দেখে নিন

নেট এ কি যেন একটা খুজতে গিয়েছিলাম, গুগল মামাকে ধরে সার্চ দিলাম, আমার কাজের টা পেলাম সেই সাথে পেলাম কিছু দাত ভাংগা মটর সাইকেল এর খবর, দাত ভাঙ্গা কারন এগুলারে বাংলাদেশে চালতে হলে নতুন রাস্তা করে নিতে হবে , না হলে দাত ভাংবে এতে কোন সন্দেহ নাই। আর যদি কম গতিতে চালিয়ে দাত ভাঙ্গা থেকে বাচতে চান তাহলে motor cycle গুলার মান ইজ্জত নিয়া টানা টানি পইরা যাব।

১০. Ducati 1098s: 169 mph (271 km/h)

এটি বিশ্বের দশম তম গতি সম্পন্ন বাইক। ইতালির দুকাচি কপম্পানির বানানো এই বাইক ঘন্টায় ২৭১ কিলমিটার পর্যন্ত গতি উঠানো যায়। এটির ইঞ্জিন হচ্ছে L Twin, প্রতি সিলিন্ডার এ রয়েছে চারটি valver, আর মোট সিলিন্ডার হচ্ছে ৪ টি।
৯.BMW K 1200 S: 174 mph (278 km/h)

এখন দেখুন ৯নব তম বাইক। এই চমৎকার মটর সাইকেল তৈরী করেছে বি এম ডব্লিঊ কম্পানি। DOHC ইঞ্জিন। সাথে ১৬ ভাল্বার , সিলিন্ডার হচ্ছে ৪ টি, গতি ঘন্টায় ২৭৮ কিলো, 164.94 horse power.
৮. Aprilia RSV 1000R Mille: 175 mph (278 km/h)

aprilla কম্পানির তৈরী এই মটর বাইক বানাতে ব্যাবহার করা হয়েছে 998 cc 60 degree V Twin ইঞ্জিন। সর্বচ্চ গতি ২৭৮ কিলো, প্রতি ঘন্টায়।
৭. Kawasaki Ninja ZX-11/ZZ-R1100: 176 mph (283 km/h)

জাপানের Kawasaki কম্পানির তৈরী এই motor bike বানানো হয়েছে স্টাইলিশ যারা আছেন তাদের কথা চিন্তা করে। এটির বৈশিষ্ঠ হল-1052 cc 4-strokes, 4 cylinder, DOHC, liquid-cooled engine। গতি ২৮৩ কিলো প্রতি ঘন্টায়।
৬. MV Agusta F4 1000 R: 176 mph (299 km/h)

এই motor bike টি তৈরি হয়েছে ইতালিতে। The motorcycle is powered by 4 cylinder, 16 radial valves, DOHC, liquid cooled engine।প্রতি ঘন্টায় সর্বচ্চ গতি ২৯৯ কিলো।
৫. Yamaha YZF R1: 186 mph (297 km/h)

এই motor bike টি তৈরি হয়েছে জাপানে, জাপানের ইয়ামাহা কম্পানি তৈরী করেছে এই সুপার ফাস্ট motor bike.The engine used for this motorcycle is forward inclined Parallel 4-cylinder, 20 valves, DOHC, liquid-cooled. This motorcycle can be expected to reach 186 mph (297 km/h) on its top speed.
৪. Honda CBR1100XX Blackbird: 190 mph (310 km/h)

জাপানের honda কম্পানির তৈরী motor cycle,This motorcycle is using 1137 cc, liquid-cooled, four cylinder engine.গতি ৩১০ কিলো ঘঃ এই গতির মটর বাংলাদেশের কোন রোড এ চলবে কিনা সন্দেহ আছে আমার। দাত হাত পা ভাইংগা , ভরতা হয়ে যেতে পারে।
৩. MTT Turbine Superbike Y2K: 227 mph (365 km/h)

দাত ভাংগা আরেক টা motor cycle. This superbike is running using Royl Royce 250-C20 turbo shaft engine. ৩২০ horse পাওয়ার, এক্সিডেন্ট করলে মনে হয় সব ছাতু হয়ে যাবে, কব্র দেওয়ার দরকার হবে না। সব বাতাসে মিলিয়ে যেতে পারে। গতি ঘন্টায় ৩৬৫ কিলো।
2.Suzuki Hayabusa: 248 mph (397 km/h)

সব মিলিয়ে ছাতু বানানো motor cycle বেশি মনে জাপান রাই বানাইছে। হ্যা এই সুপার ফাস্ট বাইক টাও জাপানের সুজুকি কম্পানির তৈরী। 1340 cc, 4 stroke, four cylinder, liquid-cooled, DOHC, 16 valve engine.গতি ৩৯৭ কিলো ঘঃ
১. Dodge Tomahawk: 350 mph (560 km/h)

motor cycle এর গতি যদি ৫৬০ কিলো হয়, তাইলে গাড়ির কি দরকার ? মটর সাইকেলি ভাল, ভাব আর গতি দুইটাই হল,This Dodge Tomahawk is very limited motorcycle that use 10 cylinder, 90 degrees v-type engine.

1 comment:

  1. Awesome blog. I enjoyed reading your articles. This is truly a great read for me. I have bookmarked it and I am looking forward to reading new articles. Keep up the good work! motorcycle tours india

    ReplyDelete

Post Top Ad