photoshop দিয়ে নরমাল ছবিতে কিভাবে বৃষ্টি ঝরানো যায় সেটা দেখব আজকে। photoshop সম্পর্কে যাদের প্রাথমিক ধারনা আছে তারাই পারবেন। না থাকলেও পারবেন তবে কষ্ট হতে পারে। ফটোশপ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখান থেকে পি ডি এফ বই টি ডাউনলোড করে নিতে পারেন । বই টি বাংলা ভাষায় তাই বুঝতে সমস্যা হবে না বুঝতে
এখন আসুন আমদের মুল কাজ করি।
প্রথমে photoshop open করুন। তারপর আপনার পছন্দ মত ছবি নিন। ছবি নিতে > file -> open-> আপনার পছন্দের ছবি ব্রাউজ করে open করুন। আমি আমার ছবি নিয়ে কাজ শুরু করলাম।
ছবি ওপেন করার পর নতুন layer নিন। নিচের চিত্রে দেখুন মার্ক করে দেখানো আছে
তারপর নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মেনুবার থেকে Filter>Render>Clouds এ ক্লিক করুন
ছবিটা কালো মেঘ দ্বারা ভরাট হবে, নিচে দেখুন।
এখব আবার মেনুবার থেকে Filter>Noise>Add Noise ক্লিক করলে একটা বক্স আসবে নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...
তারপর পূনরায় আবার Filter>Blur>Motion Blur ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে, নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...
তাহলে ছবিটি দেখতে নিচের ছবির মত হবে।
এখন লেয়ার প্যালেট থেকে Normal এর পরিবর্তে Screen সিলেক্ট করুন..
আবার লেয়ার প্যালেট থেকে Opacity ১০০ এর পরিবর্তে ৭৯ লিখুন অথবা স্লাইডার টেনে ৭৯ করে দিন। নিচে দেখুন...
নিচের চিত্রে দেখুন বৃষ্টির ইফেক্ট
এবার ফাইল মেনুতে গিয়ে সেভ এস দিয়ে সেভ করুন পছন্দের ফরমেটে । ভাল থাকবেন । আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কিছু নিয়ে লিখব আসা করি সাথেই থাকুন
11 Mar 2013
photoshop দিয়ে নরমাল ছবিতে বৃষ্টি নামান
Subscribe to:
Post Comments (Atom)
আমি কাজ টা অন্যভাবে করতে পারতাম, তবে আপনার টাই সহজ মনে হচ্ছে। ধন্যবাদ পোষ্ট এর জন্য।
ReplyDeleteawsm.................. dhonnobad ato kichu sikhanor jonno...... :)
ReplyDelete