NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

11 Mar 2013

স্থায়ীত্ব বাড়ান laptop এর ব্যাটারির

আমারা সবাই চাই আমাদের ল্যাপটপের ব্যাটারি একটু বেশিদিন চলুক। সামান্য কিছু কাজ করে বাড়াতে পারেন আপনার প্রিয় ল্যাপটপের পারফমেন্স আর ব্যাটারিকে করতে পারেন দীর্ঘ স্থায়ী। ল্যাপটপে কাজ করার সময় নিচে বর্ণিত বিষয় গুলোর দিকে খেয়াল রাখুন দেখুন আপনার ল্যাপটপের পারফমেন্স বারবে সেই সাথে দীর্ঘ স্থায়ী হবে ব্যাটারি।
১.হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটিনেন্স কোন কাজ করবেন না।
২.ব্যাটারী দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারীথেকে চালাতে হবে, নতুবা ব্যাটারী আয়ু কমে যাবে।
৩.ব্যাটারীতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
৪.দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন
৫.ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন
৬.হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারন সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়।
৭. এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করেএমন ভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না
৮.সাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
৯.মাঝে মাঝে ব্যাটারীর কানেক্টর লাইন পরিস্কার করুন।
১০.অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।

ধন্যবাদ ভাল থাকবেন।





2 comments:

  1. thanks @admin

    ReplyDelete
  2. hi admin,, amar kichu onubad boi dorkar.. eta niye post korle khub valo hoto..

    ReplyDelete

Post Top Ad