আমাদের অনেক সময় cd/dvd burn করার দরকার হয় । এজন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়। তবে আপনি যদি উইন্ডোজ ব্যাবহার কারী হয়ে থাকেন তাহলে, কোন সফটওয়্যার ছাড়াই burn করতে পারেন আপনার cd/dvd. নরমাল ভাবে cd/dvd burn করার জন্য অন্য সফটওয়্যার না খুজে চলুন উইন্ডোজ দিয়ে burn করি সিডি/ ডি ভি ডি। উইন্ডজ এ cd/dvd write করার জন্য নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুন।
1. প্রথমে আপনার file গুলো সিলেক্ট করুন, যেগুলো রাইট করতে চান সেগুলো, তারপর এর উপর মাউসের রাইট বাটন প্রেস করুন এবং “Send to”---> cd/dvd writter drive সিলেক্ট করুন
2.এখন ডিভিডি রাইটার এ আপনার ব্ল্যাঙ্ক ডিস্ক প্রবেশ করান।
3.এবার আপনার সুইটেবল অপশন নির্বাচন করুন। তারপর next ক্লিক করুন।
4. উপরের দিকে দেখুন “Burn to disc” নামে একটা অপশন আছে , সেখানে ক্লিক করুন।
5.একটি টাইটেল দিন। তারপর next বোতাম ক্লিক করুন , এখন দেখুন সি ডি বার্ন শুরু হয়েছে, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 6.এখন “Finish” বাটনে এ প্রেস করুন, আপনার বার্ণিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন চালিয়ে দেখুন।
ধন্যবাদ । ভাল লাগল খুব
ReplyDeletedarun bos
Delete