NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

7 Mar 2013

সাপের বিষ মানুষের জন্য বিষাক্ত কেন?

সাপের বিষ সাপের জন্য বিষাক্ত না হলেও মানুষের জন্য বিষাক্ত, কারনটি জানার পূর্বে জানতে হবে সাপের বিষের সম্বন্ধে

সাপের বিষ হচ্ছে সাপের লালাগ্রন্থির নিঃসরন(salivary secretion), সাধারন ভাষায় বলতে গেলে সাপের saliva, যা কিনা সাপের শিকার, প্রতিরক্ষা এবং খাদ্য পরিপাকের কাজে ব্যাবহার হয়ে থাকে। সাপের বিষ অনেক গুলো Enzyme এর দ্বারা তৈরি – যার ভেতর রয়েছে – phospholipidase, protease, hyaluronidase, ATPase, cholinesterase, lecithinase, ribonuclease, deoxyribonuclease প্রভৃতি।

খুব মজার একটি ব্যাপার হচ্ছে, উপরোক্ত enzyme গুলোর অনেকগুলোই আমাদের পরিপাক তন্ত্রে (digestive system) পাওয়া যায়, যা কিনা আমাদের খাদ্য পরিপাকের কাজে সহায়তা করে থাকে

এ তথ্য গুলো পড়ে যা কারো মনে এখন এ প্রশ্ন আরো গভীর ভাবে দেখা দেবে, তা হচ্ছে, তবে সাপের বিষ আমাদের জন্য বিষাক্ত কেন?

সাপের বিষ আমাদের জন্য বিষাক্ত হয় তখনি যখন তা আমাদের রক্তে(blood circulation) চলে আসে এবং রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে-অতি দ্রুত, তাই তো তা জীবনের জন্য হুমকি হয়ে দাড়ায়, কেননা enzyme গুলো আমাদের শরীরের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অংশের ক্ষতি সাধন করে।





No comments:

Post a Comment

Post Top Ad