NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

7 Mar 2013

avro দিয়ে photoshop এ বাংলা লিখতে সমস্যা? সমাধান নিন।

অনেকের একটা সমস্যা হয় photoshop এ কাজ করতে গেলে। avro ইন্সটল করা থাকলেও ফটোশপে বাংলা লিখতে পারেন না। এটা আসলে বড় কোন সমস্যা না। সামান্য একটু কাজ করলেই avro দিয়ে বাংলা লিখতে পারবেন photoshop এ।
তাহলে আসুন দেখি কিভাবে photoshop এ বাংলা লিখতে হয়।
1. ফটোশপ ওপেন করুন। তার পর টুল বার থেকে text সিলেক্ট করুন। এখন font এর এখানে Siyam Rupali ANSI ফন্ট টি সিলেক্ট করুন। চিত্র খেয়াল করুন।

2.এখন আপনার avro সেট আপ এর কাজ, প্রথমে avro টুল বারে রাইট ক্লিক করুন তার পর tools e যান। এবার এখান থেকে output as ANSI এ ক্লিক করুন। নিচের চিত্র দেখুন

এখন দেখুন নিচের চিত্রের মত আসবে। এখানে use ANSI anyway সিলেক্ট করুন।

এখন বাংলায় লেখুন avro দিয়ে মনের আনন্দে। সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। avro কে আবার ডিফল্ট অবস্থায় নিতে output as unicode সিলেক্ট করে দিলেই হবে।





No comments:

Post a Comment

Post Top Ad