NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

22 Mar 2013

Animation তৈরী করুন photo scape দিয়ে

Photo scape সম্পর্কে যারা জানেন না তাদের বলছি, এটি একটি মজার এবং সহজ ছবির এডিটিং সফটওয়্যার যেটা দিয়ে আপনি অনেক সহজে ফটো এডিটিং এর সকল কাজ করতে পারবেন । ফটো এডিটিং ছাড়াও আরও অনেক কাজ এটা দিয়ে করতে পারবেন। আরও বিস্তারিত জানতে আর মাত্র ১৭ মেগাবাইট এর সফটওয়্যার ডাউনলোড করতে এটা দেখতে পারেন, ফটোস্কেপ (photo scape) রিভিউ

photoscape দিয়ে আপনি অনেক গুলো ছবি একসাথে করে animation তৈরী করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি।
প্রথমে photoscape ওপেন করুন তাহলে নিচের মত উইন্ডো আসবে নিচের ছবিতে দেখুন মার্ক করা animated gif নামক স্থানে ক্লিক করুন।
photo scape অ্যানিমেশন
এখন নিচের চিত্রের মত আসলে সেখান থেকে add বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবি গুলো add করুন।
photo scape অ্যানিমেশন
আমি কয়েকটি ছবি add করছি, স্বাভাবিক ভাবে ছবি add করার পর photoscape এর বিল্ট ইন এনিমেশন শুরু হবে। তার পর আপনাকে বিভিন্ন টুলস ব্যাবহার করে আপনার পছন্দের এফেক্ট দিতে হবে। নিচের ছবিতে বিভিন্ন টুলস চিহ্ন দিয়ে দেখানো আছে।
1. time পরিবর্তন করতে পারেন। মানে ছবি কতক্ষন সময় show korbe সেটা নির্ধারণ করে দিতে পারে।
2.ছবির effect change করে দিতে পারেন এই অপশন থেকে।
3. canvas er সাইজ নির্ধারণ করে দিতে পারবেন এখান থেকে।
4. ছবির সাইজ নির্ধারণ করতে পারেন এখান থেকে।
5.retio রিসাইজ করতে পারেন এখান থেকে।
6. ছবির background color ঠিক করতে পারেন এখান থেকে।
photo scape অ্যানিমেশন
উপরের চিত্রের বর্ণনায় যে কাজ গুলো করবেন তা একসাথে সব গুলো ছবিতে এপ্লাই হবে।
আর যদি প্রতি ছবির জন্য আলাদা ইফেক্ট দিতে চান তাহলে, নিচের মত করতে হবে। আপনি যে ছবিতে আলাদা ইফেক্ট দিতে চান সেটার উপর রাইট ক্লিক করেন তারপর নিচের ছবির মত আসলে আপনার পছন্দের ইফেক্ট দিতে পারবেন। আপনার এ্যানিমেশন কেমন হল সবসময় সেটা দেখতে পাবেন মাঝখানের উইন্ডো তে।
photo scape অ্যানিমেশন
আমার তৈরী করা এ্যানিমেশন দেখুন ।photo scape অ্যানিমেশন

No comments:

Post a Comment

Post Top Ad