youtube বন্ধ হওয়ার পর থেকে অনেক কেরামতি তো করলেন সাধের ইউ টিউব এ ঢুকার জন্য। কেউ ঢুকেন আই পি পরিবর্তন করে, আবার অনেকেই ভি পি এন সফটওয়্যার ব্যাবহার করে। আবার কেউ কেউ চেষ্টা করেন https:// ব্যাবহার করে। এসব করলে ঢুকা যায়, তবে নেটের গতি দেইখা মনে হয় গলায় কাঁটা আটকাইয়া গেছে। এমনিতেই আমাদের সোনার বাংলাদেশের নেটের যে গতি, তাতে আমার মনে হয় কচ্ছপের সাথে প্রতিযোগিতা করে জিতার সম্ভাবনা ০% ।
আসুন আজকে একটু অন্যভাবে চেষ্ঠা করি। মাত্র ১৮০ কেবি সাইজের একটি add ons দিয়ে!! এই এড অন্স ব্যাবহার করে নিশ্চিন্ত মনে ঢুকে পড়তে পারবেন youtube সহ যে কোন block করা সাইটে।
আসুন দেখি কিভাবে করা যায়
১/ প্রথমে ফায়ারফক্স open করে সেটিংস্ থেকে Add-ons Manager-এ যাবেন অথবা ctrl+shift+a চাপুন। Add-ons Manager ওপেন হলে,সেখানে Stealthyনামে সার্চ করুন অথবা নিচের LINK থেকে DOWNLOAD করুন
DOWNLOAD লিঙ্ক —https://addons.mozilla.org/en-us/firefox/addon/stealthy/?src=userprofile
২/ ডাউনলোড করার পর Add-ons ইন্সটল হবে। ইন্সটল সম্পন্ন হলে তারপর ফায়ারফক্স restart করুন।
৩/ এখন firefox -এর ওপরে ডানে এই রকম (লাল) icon দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন দেখবেন (হলুদ) icon দেখতে পাবেন। আপনি ৩/৫ সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন (সবুজ) icon দেখা যাচ্ছে অর্থাৎ কাজ হয়েছে!!
৪/ এখন youtube ওপেন করুন অর্থাৎ , address bar -এ গিয়ে টাইপ করুন http://www.youtube.com | তার পর এন্টার মারেন। কি মনে হয়? ইউ টিউব খুলে গেছে !!!!
ভাল থাকুন সুস্থ থাকুন। ব্লগে ভিজিট করার জন্য অসংখ্য ।
xotilz
ReplyDeletekoto din zabot hahakar kortechi ar etodin pore dilen bro?
ReplyDeleteonekdin pore dilen bro. age dile besi khusi hoitam
ReplyDeleteMobile a kivabe youtube use korte parbo ?
ReplyDeleteKi Mobile? mane ki mobile set use koren, bistarito bolle subidha hoto..
ReplyDeleteAndroid(Samsung - Galaxy) te kivabe Youtube use kora jete pare ?
ReplyDeleteyou can use this link > www.videos.yaaya.mobi/
ReplyDelete