NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

4 Feb 2013

একসাথে চালান উইন্ডোজ 7 আর 8. মজা নিন দুই অপারেটিং সিস্টেম এর

আপনি যদি এখনো উইন্ডোজ 7 ব্যাবহার কারী হয়ে থাকেন তাহলে হয়ত ভাবছেন উইন্ডোজ ৮ ব্যাবহার করবেন কিনা। কেমন হবে যদি ইউন্ডোজ ৮ ইন্সটল করি।
আমার মনে হয় এটা ইন্সটল করার আগে একবার যাচাই করে নিন। হ্যা ডুয়েল বোট করে যাচাই করে নিতে পারেন আপনি কোনটা ব্যাবহার করতে চান। উইন্ডোজ ৮ নাকি উইন্ডোজ ৭। এজন্য আপনি একসাথে চালাতে পারেন দুইটি অপারেটিং সিস্টেম। তারপর আপনার পছিন্দ মত একটিকে বাছাই করে নিতে পারেন অথবা দুই টাই চালাতে পারেন একসাথে।


যা যা প্রয়োজনঃ

*১GHz প্রসেসর

*১জিবি র‌্যাম

*২০জিবি হার্ডডিস্ক।


এখন নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুন

প্রথমে উইন্ডোজ ৭ এ নতুন পার্টিশন তৈরী করে নিন।
কিভাবে উইন্ডোজ ৭ এ পার্টিশন করতে হয় না জানলে এখান থেকে দেখে নিতে পারেন

এখন চলুন দেখি কিভাবে উইন্ডোজ ৮ ইন্সটল করব। নিচে পর্যায়ক্রমে বর্ণনা করার চেষ্ঠা করব।

প্রথমে আপনার বোটেবল উইন্ডোজ ৮ এর ফ্লাস ড্রাইভ/ cd/dvd কম্পিউটারে লাগান, তারপর পিসি রিস্তারট দিয়ে ইন্সটলেশন প্রক্রিয়া শুরু করুন।

যখন নিচের চিত্রের মত আসবে তখন কাস্টম ইন্সটলেশন সিলেক্ট করুন

এখন ইন্সটলেশন লোকেশন ঠিক করতে হবে। এই ক্ষেত্রে আপনি আগে যে একটি পার্টিশন বানিয়েছেন সেটি সিলেক্ট করুন। নিচের চিত্র খেয়াল করুন. এরপর নেক্সট ক্লিক করুন। অপেক্ষা করুন ইন্সটল শেষ হওয়া পর্যন্ত।

আপনার ইন্সটল শেষ হওয়ার পর নিচের চিত্রের মত বোট মেনু আসবে। এখন এখান থেকে আপনি যখন ৮ চালাতে চান ৮ সিলেক্ট করবেন আর ৭ চালাতে চাইলে ৭ সিলেক্ট করবেন। তবে মনে রাখবেন , আপনি যদি কোনটাই সিলেক্ট না করেন তাহলে ডিফল্ট হিসেবে উইন্ডোজ ৭ চালু হবে।

উইন্ডজ ৮ এক্টিভেশন নিয়ে সমস্যা হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এক্টিভেটর

ব্লগ ভিজিট করার জন্য ধন্যবাদ

1 comment:

Post Top Ad