মাত্র ৯২৪ কেবি একটি সফটওয়্যার দিয়ে ইন্সটল বা আপডেট করে নিতে পারেন আপনার কম্পিউটারের সমস্ত ড্রাইভার। আমাদের অনেক সময় অনেক ড্রাইভারের আপডেট করার দরকার হয়, আবার যাদের ড্রাইভার cd হারিয়ে বা নষ্ট হয়ে যায় তাদের তো নেট এ খুজতে খুজতে অবস্থা খারাপ। দেরি না করে সংগ্রহে রাখতে পারেন এই সফটওয়্যার টি। সময় মত কাজে লাগতে পারে। নিচে দেওয়া নিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। তারপর স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের চিত্রের মত পাবেন।
এখন scan button টা চাপ মারুন। কিছুক্ষন অপেক্ষা করুন। নেটের লাইন অন থাকতে হবে।
তারপর দুই নাম্বার চিত্রের মত আসবে , সেখান থেকে যেটা আপডেট করা দরকার সেটা আপডেট করুন, আর যেটা নাই সেটা ইন্সটল করে নিন ঝামেলা শেষ।Download driver indentifier


এখন scan button টা চাপ মারুন। কিছুক্ষন অপেক্ষা করুন। নেটের লাইন অন থাকতে হবে।
তারপর দুই নাম্বার চিত্রের মত আসবে , সেখান থেকে যেটা আপডেট করা দরকার সেটা আপডেট করুন, আর যেটা নাই সেটা ইন্সটল করে নিন ঝামেলা শেষ।Download driver indentifier
No comments:
Post a Comment