NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

19 Jan 2013

নিজেই তৈরী করুন Winamp এর মনের মত স্কীন !!

winamp এর মন মাতানো স্কীন তেরি করার জন্য অনেক  থার্ডপাটি সফটওয়্যার পাবেন। যা দিয়ে আপনি আপনার winamp এর চেহরা সুরতকে বদলে দিতে পারেন।
কিন্তু আজকে আসুন দেখি কিভাবে এসব স্কিন মেকার বা থার্ড পার্টি এপ্লিকেশন ছাড়া, নিজের পছন্দের ছবি ডিজাইন দিয়ে স্কীন তৈরী করা যায় ।


নিচের পদ্ধতি অনুসরন করুন
    ১। প্রথমে ফটোশপ অপেন করুন। ফটশপ শিখতে চাইলে এখানে দেখতে পারেন
   

 ২। file হতে new তে ক্লিক করুন এবং width 276 and height 118 pixels নির্ধারন করে বাকি সব সেটিং চিত্রের মত রেখে ok বাটনে ক্লিক করুন।

    ৩। এবার আপনি ফটোশপ এর ওয়ার্ক এরিয়াতে ইচ্ছামত ড্রংয়িং করুন বা কোন ইমেজ অপেন করে সেটিকে আপনার ওয়ার্কএরিয়াতে যুক্ত করুন।
   

 ৪। file মেনুতে হতে save as ক্লিক করুন  এবং file name text box  এ main টাইপ করুন ফাইলের নাম হিসাবে, format এর হতে BMP নির্ধারন করে save এ ক্লিক করুন। এবার BMP options  হতে file format এর windows এবং depth হতে 16  বা 24 bit নির্ধারন করে ok তে ক্লিক করুন। ফটোশপ বন্ধ করুন।
   

 ৫। এবার আপনার তৈরিকৃত main ( BMP ) format এর ফাইলটি কপি করে   C:\Program Files\Winamp\Skins ফোল্ডটার টি অপেন করে নতুন একটা ফোল্ডার নিজের নামে তৈরু করুন। এবার নতুন তৈরি করা ফোল্ডারের ভিতর আপনার main ফাইলটি পেস্ট করুন।
    

৬। এখন winamp  চালু করে মেনুতে ক্লিক করুন। উক্ত মেনু হতে skin হতে আপনার নতুন তৈরি করা স্কীন টিতে ক্লিক করুন।
 

Winamp ডাউনলোড করতে পারেন নিচের নিঙ্ক থেকে ।
winamp ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।


2 comments:

  1. darun .. eto din kothay chilen ? thanks

    ReplyDelete
  2. Good tips . thanks admin. please share like more.

    ReplyDelete

Post Top Ad