NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

19 Jan 2013

ছবির সাইজ ছোট করুন সবচেয়ে সহজ উপায়ে ।

কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকি । অনেক সময় দেখা ছবির সাইজ গুলো অকারনে অনেক বড় সাইজ। কি যন্ত্রনা বলেন । এখন আমরা ছবি তুলি বেশির ভাগ ইন্টার নেট শেয়ার করার জন্য । একটা ছবির সাইজ যদি ৫ , ৬ মেগা হয় তাহলে তো অবস্থা খারাপ । আমাদের নেট এর যে স্পিড তাতে খবর আছে ।

সমস্যা যত সমাধান ও আছে অনেক । ইমেজ ফাইল কে ছোট করার জন্য মাত্র ৫ মেগাবাইট এর সফটওয়্যার টি ব্যাবহার করুন কাজে লাগবে ।
 

সফটওয়্যার টির নাম । ফাইল মিনি মাইজার পিকচার। এর সাহায্যে খুব সহজেই যে কোন বড় সাইজ এর ছবি কে ছোট সাইজ বানাতে পারেন । তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আপনার ছবির মান ঠিক রেখে সাইজ ছোট করে দিবে।

নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর উইনরার দিয়ে এক্সট্রাক্ট করে নিন।

তারপর ইন্সটল করুন। এটি ফ্রি ভার্সন। লাইসেন্স ঝামেলা নাই।
ইন্সটল করার পর ওপেন করুন । নিচের চিত্রের মত পাবেন।


ওপেন ফাইল এ ক্লিক করে ওপেন করুন। তার পর optimized files এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। এবার দেখুন ফাইল টি কত MB কমে গেছে ।
ডাউনলোড
মিডিয়া ফায়ার লিঙ্ক
ড্রপবক্স লিঙ্ক

No comments:

Post a Comment

Post Top Ad