NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

22 Jan 2013

ফটস্কেপ দিয়ে এডিট করুন ছবি,ফটশপের চেয়েও ভালভাবে !

যারা ফটশপ জানেন না কিন্তু ছবি এডিট করতে চান ,তাদের জন ছোট এবং অনেক কাজের সফটওয়্যার হচ্ছে ফটস্কেপ। এটা দিয়ে অল্প সময়ে কম পরিশ্রমে ছবি এডিট করতে পারবেন। কোন কোন সময় ফটশপ এর চেয়েও ভাল এডিট করতে পারবেন ।


আমাদের সবার একটা পুরাতন ধারণা ফটো এডিটিং এর কাজ অনেক ঝামেলার এবং অনেক বেশী টাইম লাগে এই কাজ এ, এবং ফটো এডিটিং করতে হলে অবশ্যই ফটোশপ (Photoshop) জানতে হবে না হলে ফটো এডিটিং করা যাবে না ! আসলে এই সনাতনী ধারণা টি ভুল ! কারন ফটো এডিটিং করতে হলে আপনাকে ফটোশপ জানতে হবে এমন কোন কথা নেই আপনে চাইলে ফটোশপ থেকে ও ভাল মানের ফটো এডিট করতে পারবেন ফটোশপ ছাড়া !

ফটো এডিট করার অনেক গুলা ফ্রী সফটওয়্যার আছে  তার মাঝে Photo Scape অন্যতম এর প্রধান কারন এটা মাত্র 17.53MB  এবং এটা দিয়ে ফটো এডিট করা অনেক সহজ কোন রকম এডিটিং করার ধারণা না থাকলে ও  একটু ভাল করে চেষ্টা করলে যে কেও ফটো এডিটিং এর কাজ করতে পারবেন ।

Photo Scape সম্পর্কে এর মুল ওয়েব সাইট থেকে ইংলিশ লেখা গুলা যতটুকু সম্ভব বাংলায় অনুবাদ করে  বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ,  তার আগে নিচের লিংক থেকে  Photoscape 3.6.2 এর নতুন ভার্সন টি ডাউনলোড করে নিন

ডাউনলোড লিংক

প্রথমে জেনে নেয়া যাক Photo Scape কি ?


এটি একটি মজার এবং সহজ ছবির এডিটিং সফটওয়্যার যেটা দিয়ে আপনি  অনেক সহজে ফটো এডিটিং এর সকল কাজ করতে পারবেন । ফটো এডিটিং ছাড়াও আরও অনেক কাজ এটা দিয়ে করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নরমাল নিয়মে ইন্সটল করুন, ইন্সটল করার পর নিচের চিত্রের মত আসবে


আপনার লক্ষ্য করেন উপরের স্ক্রীন শট টি তে দেখতে পাবেন মোট ১৪ টি বিভাগ আছে । আমি নিচে নম্বর  সহ  প্রতিটি বিভাগ এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব


১। Viewer → এই অংশ ব্যাবহার করে যে কোন ফরম্যাট এর ফটো  দেখুন, এবং একসাথে সব ফটো দেখতে পারবেন  এবং স্লাইডশো তৈরী করতে পারবেন

২ । Editor → এটাই হল এই সফটওয়্যার এর মুল মেনু । > ফটো resizing, উজ্জ্বলতা এবং রঙ সমন্বয়, সাদা ভারসাম্য, backlight সংশোধন, ফ্রেম, বেলুন, মোজাইক মোড, টেক্সট, ছবি আঁকা, cropping, ফিল্টার, লাল চোখ অপসারণ, blooming, তুলি, ক্লোন স্ট্যাম্প, effect brush ইত্যাদি ।


৩ । Batch editor:→ এই অপশন ব্যাবহার করে ব্যাচ সম্পাদনা করতে পারবেন  একাধিক ফটো একসাথে (এই অংশের স্ক্রীন শট এর প্রয়জন আশা করি লাগবে না তাই দিলাম না)

৪ । Page:→Merge multiple photos on the page frame to create one final photo ( একাধিক ফটো একসাথে বিভিন্ন ফ্রাম এ একত্রিত করতে পারবেন )

৫ । Combine: →এই অপশন ব্যাবহার করে একাধিক ফটো উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে  সংযুক্ত করতে পারবেন

৬ । Animated GIF:→ Use multiple photos to create a final animated photo ( এই অপশন ব্যাবহার করে একাধিক ফটো একত্র করে অ্যানিমেটেড পিকচার ,অ্যালবাম তৈরি করতে পারবেন

৭ । Print: →Print portrait shots, carte de visites(CDV), passport photos (এই অপশন ব্যাবহার করে লম্বালম্বি শট, ব্যবসায়িক কার্ড (CDV), এবং অনেক ইসি ভাবে পাসপোর্ট ফটো তৈরি এবং প্রিন্ট করতে পারবেন )

৮ । Splitter: →Slice a photo into several pieces ( অনেক অনেক ফটো কে জাস্ট এক ক্লিক এ কয়েক টুকরা করতে পারবেন )

৯ । Screen Capture: →Capture your screenshot and save it (এই অপশন ব্যাবহার করে  স্ক্রীন শর্ট নিতে পারবেন )

১০ ।Color Picker: →Zoom in on images, search and pick a color। এখান থেকে পছন্দের কালার বাছাই করতে পারেন।

১১ । Rename: → Change photo file names in batch mode। ছবির নাম চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে

১২ । Raw Converter: →Convert RAW to JPG

১৩ । Paper Print: →Print lined, graph, music and calendar paper

১৪ । Face Search: →Find similar faces on the Internet

উপরে আমি ১৪ টি বিভাগ এবং উক্ত বিভাগ দিয়ে কি কি করতে পারবেন সেই ধারণা দেয়ার চেষ্টা করলাম । কিন্তু এই ধারনাতে আপনারা সম্পূর্ণ এডিটিং এর বিষয় টা বুঝবেন না তাই আমি নিচে PhotoScape  টিউটোরিয়াল এর ৫১ টা ভিডিও শেয়ার করব এই ভিডিও গুলা দেখলে আপনারা নিজে নিজে PhotoScape এর A to Z সব কিছু জানতে এবং বুঝতে পারবেন , এবং আপনার এডিটিং এর কাজ টা আরও সহজ হবে।

PhotoScape টিউটোরিয়াল ভিডিও গুলা দেখতে এখানে ক্লিক করুন/ এটা ইউ টিউব এ দেওয়া আছে। 


এখনো যাদের ইউটিউব দেখতে সমস্যা হয় তারা এখান থেকে স্পট ফ্লাক্স ডাউনলোড করে নিতে পারেন ।

3 comments:

  1. khub kaje lagbe amar. dhonno bad admin.

    ReplyDelete
  2. নীল ছোঁয়া20 March 2013 at 23:41

    চমৎকার , ধন্যবাদ, ভাই একটা অনুরোধ ছিল, আমি ফটোশপের ভক্ত, এটা নিয়ে কিছু প্রযেক্ট শেয়ার করলে আমার জন্য ভাল হত।

    ReplyDelete

Post Top Ad