রাজধানীতে মিরপুরের কাজীপাড়ায় ল্যাপটপ
বিস্ফোরণে আহমেদ শওকত মাসুদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টায় তাঁকে
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটি নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আগুনে মাসুদের সারা শরীর পুড়ে যায়।
আহমেদ শওকত মাসুদের প্রতিবেশী ও তাঁর মামাতো
ভাই কাজী জিয়াউর রহমান এর কাছ থেকে জানা
যায় গতকাল রাতে ৮১১ পশ্চিম কাজীপড়ার বাসার
দোতলায় নিজের শয়নকক্ষে
ল্যাপটপ চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদ। সকাল সাড়ে সাতটার দিকে ল্যাপটপটি বিস্ফোরিত হলে ওই কক্ষে আগুন
ধরে যায়। এ সময় মাসুদ ঘুমিয়ে ছিলেন। আগুনে তাঁর সারা শরীর ঝলসে যায়। আহমেদ শওকত মাসুদের প্রতিবেশী ও তাঁর মামাতো
কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মাসুদকে বের করা হয়। এরপর স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা না পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি নেওয়া হয়। দুপুর পৌনে ১২টায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত মিরপুর থানার উপপরিদর্শক মল্লিক ফারুকুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে।
প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ বিবাহিত। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। মাসুদের বাবার নাম বদরউদ্দিন আহমেদ। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সুত্রঃ প্রথম আলো ।
আরও দেখতে পারেন......
খুলনা শিপ ইয়ার্ডে তৈরী হল দেশের প্রথম যুদ্ধ জাহাজ। ওডেস্ক সম্পর্কে প্রাথমিক ও বিস্তারিত আলচনা ।
·
·
·
·
tragetic
ReplyDelete