NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

13 Oct 2012

বিয়ে করে কোটি পতি হোন

money-housekkk

আপনি কি অবিবাহিত? শ্বশুরের টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন? আপনার উত্তর যদি হয় হ্যাঁ সূচক, তাহলে দ্রুত আপনি বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলুনহংকংয়ের এক ব্যক্তি ঘোষণা করেছেন তার মেয়েকে যে বিয়ে করবে তাকে তিনি কোটি ৪০ লাখ মার্কিন ডলার (প্রায় ৫২২ কোটি টাকা)
যৌতুক দেবেন আরও সুখবর হলো, পাত্র যদি গরিব হয় কিংবা হয় বাংলাদেশী অথবা অন্য কোনো দেশের নাগরিক, তাহলেও কোনো আপত্তি নেই সেই মহানুভব ব্যক্তির। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দ্য বেঙ্গলি টাইমস ডটকম
মজার ব্যাপার হলো, সিসিল চাও সে সুং নামের ব্যক্তির প্রস্তাব শুনে পুলকিত হয়েছেন তার মেয়ে গিগি চাও নিজেই। তিনি তার বাবার প্রস্তাবকেখু্বই মজাদারবলে মন্তব্য করেছেন
সিএনএন জানায়, গত সপ্তাহে সিসিলের মেয়ে গিগি প্যারিসে উত্সব করে একজনকে বিয়ে করেছেন। কিন্তু ওই বিয়েটা মেনে নিতে পারেননি সিসিল। তবে বাবার অভিনব প্রস্তাবে পুলকিত গিগি বলেছেন, তার বাবা তাকে খুবই ভালোবাসেন বলে এমন প্রস্তাব দিয়েছেন। গিগি বিয়ের কথাও অস্বীকার করেছেন
তবে শুধু বিয়ে করতে রাজি হলেই যে এতগুলো টাকা পাবেন সেটাই বা হয় কী করে! সিসিল বলেছেন, এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করে যে তার মেয়েকে বিয়ে করতে রাজি হবে তাকে ওয়াদা দিতে হবে, তিনি তার মেয়েকে গভীরভাবে ভালোবাসবেন
তার মেয়ের প্রথম বিয়ের কথাটাও তাকে ভুলে যেতে হবে। কারণ প্রথমবার গিগি যাকে ঘটা করে বিয়ে করেছেন তিনিও একজন মহিলা। তার নাম শঁ এভ
এর মানে হচ্ছে, টাকার লোভে আপনি যাকে বিয়ে করতে চান তার মুদ্রা দোষ হলো তিনি একজন লেসবিয়ান
আরও দেখুন.........।
নিষিদ্ধ হলেন সারিকা , নওশীন , হিল্লোল
 
 
 
 
ডিজেল গাছ, যে গাছের রস দিয়ে সরাসরি গাড়ি চালানো যায়

No comments:

Post a Comment

Post Top Ad