ওডেস্ক এর মেনু পরিচিত
ওডেস্ক কাজ করতে হলে এর মেনু
অপশন
এর সাথে পরিচিত
হওয়া উচিত । এই
পোষ্টটি পুরাটাই ইমেজের
উপর
নির্ভর
করে। পোষ্টটি পুরা
লোড
হওয়া
পর্যন্ত অপেক্ষা করবেন। আর
এখানে
ইমেজ
গুলো
আকারে
ছোট
দেখা
যাবে,
তাই
ইমেজগুলো পরিস্কার নাও
দেখা
যেতে
পারে। অনুগ্রহ করে
যে
ইমেজগুলো পরিস্কার দেখা
যাবে
না
সেগুলো ক্লিক
বড়
করে
দেখে
নিবেন।- ওডেস্ক এর মূল মেনু
- এ্যাকাউন্ট সম্পাদন এবং লগ আউট
- ম্যাসেস ইনবক্স, নোটিফিকেশন, টিকেট, সেন্ট আইটেম
- ওডেস্ক ব্যবহারকারীর তথ্য
- ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
- ওডেস্ক এ জব, কন্টাকটর, টেষ্ট বা এক্সাম, সাহায্য সার্চ দেওয়া
- ওডেস্ক লাইভ সাপোর্ট অপশন, বিভিন্ন বিষয়ে সাহায্য
- নোটিফিকেশন প্যানেল। জব আসলো না গেলো, নতুন অফার
- কয়টা ইন্টারভিউ একটিভ আছে, কয়টা জব এ্যাপ্রাই খালি আছে
- প্রোফাইল সম্পাদন স্ট্যাটাস
- ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
- আইডি ভেরিফাই লিংক
- টিম প্যানেল, কয়টা বায়ার আপনাকে হায়ার করেছে তার লিষ্ট
- পেমেন্ট প্যানেল, ওডেস্কে কয় ডলার আছে তার স্ট্যাটাস
- ওডেস্ক টিম সফটওযার ডাউনলোড লিংক
- একটা এ্যাপ্লাই করা জব চলে গেছে বা ইন্ডেড হয়েছে
- একটা নতুন জব স্টার্ট হয়েছে
এবার ওডেস্ক এর মূল মেনুগুরার সাথে পরিচিত হই
My
Jobs
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]- এখানে আপনি কতগুলো জব এ্যাপ্লাই করেছেন তার লিষ্ট দেখা যাবে এবং এখান থেকে জব মুছে দেয়া যাবে
- কতগুলো জব এই মুহুর্তে রানিং আছে তা দেখার জন্য
- আপনি বায়ার হলে নতুন জব এখান থেকে ছাড়তে পারবেন
Manage
& Work
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]- আপনাকে যে বায়ার হায়ার করেছে তার টিম এ আরো কতজন আছে তা দেখতে পারবেন
- আপনি আওয়ারলি কতক্ষন কাজ করেছেন এবং কাজের স্ক্রিনসট দেখতে পারবেন
- এখানে আপনি Timelogs, My Weekly Timesheet, My Timesheet Details, Time Analyze দেখতে পারবেন
- আপনি টিমের এডমিন হলে টিম থেকে সদস্য নিয়ন্ত্রন করতে পারবেন
Payments
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]- কোন কাজের জন্য কত ডলার জমা হয়েছে তার লিষ্ট দেখতে পারবেন
- ওডেস্ক থেকে টাকা তোলার জন্য বিভিন্ন অপশন এ্যাড করতে পারবেন। যেমন: পেপাল, মানিবুকার্স
- ওডেস্কে ডলার জমা হলে পেপাল, মানিবুকার্স দিয়ে তুলতে পারবেন
- আপনি এখান থেকে রেফারার লিংক নিতে পারেন। আপনার এই লিংক থেকে এ্যাকাউন্ট খুললে আপনি ০.৫০ ডলার পাবেন
Find
Contractor & Jobs
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]- আপনি বায়ার হলে এখান থেকে কন্ট্রাক্টর খুজতে পারবেন
- আপনি এখান থেকে আপনার পছন্দের জব এ্যাপ্লাই করতে পারবেন
- এখান থেকে আপনার পছন্দের টপিকের উপর পরীক্ষা দিতে পারবেন
- ওডেস্কের কাজের ডিমান্ড যে গুলা বেশী তা এখানে দেখতে পারবেন, এখান থেকেই জব এ্যাপ্লাই করতে পারবেন
- ওডেস্কের পেমেন্ট কাউন্ট দেখতে পারবেন, কি রকম কাজ আছে তা দেখতে পারবেন
- ওডেস্কের নাম করা গ্রুপ বা টিম এর লিষ্ট দেখতে পারবেন। এমন কি এখান থেকে জয়েন দিতে পারবেন
Ownself
Account
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]- এখান থেকে আপনি আপনার প্রোফাইলকে সম্পাদন করতে পারবেন
- এখান থেকে লগ আউট করতে পারবেন
Ownself
Account
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]- এখানে কোন কাজের মেইল আসবে এবং কাজের ইন্টারভিউ আসবে
- কাজের নোটিফিকেশন আসবে
- কোন সমস্যা এ্যাপ্লাই করলে তার রেসপোন্স এখানে আসবে
- আপনার ম্যাসেজের সেন্ট আইটেম দেখাবে
এ সম্পর্কিত আরও পোস্ট
>>>>>>>>
কিভাবে প্রফাইল তৈরী করবেন এখানে দেখুন ।
কিভাবে জব বিড করবেন এখানে দেখুন
মাইক্রো ওয়ার্কার্স এর কাজ কিভাবে করবেন তার বিস্তারিত বাংলা বই
No comments:
Post a Comment